For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতাজি অন্তর্ধান রহস্য : সব জানতেন নেহেরু, গান্ধী, প্যাটেল?

  • By Oneindia Staff Writer
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২৮ অগাস্ট : আপাতত সবার চোখ জাতীয় তথ্য কমিশনের দিকেই। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত নানা ফাইলগুলির উপর থেকে রহস্যের পর্দা উন্মোচন করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবেন কমিশনের আধিকারিকেরাই। [বিমান দুর্ঘটনায় নয়, ১৯৮৫ সালে স্বাভাবিক মৃত্যু হয় নেতাজির!]

আপাতত শত বিতর্ককে পাশে সরিয়ে এখনও নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে কোনও ফাইল প্রকাশ করা হয়নি। কারণ, কেন্দ্রের তরফে সতর্কবাণী গিয়েছে, নেতাজির ফাইল রহস্য উন্মোচিত হলে অন্য দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্কে তার প্রভাব পড়তে পারে। [নেতাজি সংক্রান্ত ৬৪টি ফাইল কলকাতার 'গোপন সেলে' বন্দী!]

নেতাজি অন্তর্ধান রহস্য : সব জানতেন নেহেরু, গান্ধী, প্যাটেল?


তবে এর মধ্যেই ফের একবার নেতাজির অন্তর্ধান নিয়ে বোমা ফাটালেন অনূজ ধর। নেতাজির বিষয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যাওয়া এই মানুষটি তাঁকে নিয়ে বইও লিখেছেন। তিনি 'ওয়ানইন্ডিয়া'-কে এক সাক্ষৎকারে জানিয়েছেন, ১৯৪৫ সালে নেতাজি রাশিয়ায় ছিলেন সে ব্যাপারে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। রাশিয়াও সাহায্য করতে তৈরি বলে তাঁর বিশ্বাস, এমনটাই জানিয়েছেন অনূজবাবু। [ব্রিটিশদের সঙ্গে চুক্তি অনুযায়ীই নেতাজির পরিবারের উপর গোপন নজরদারি চলেছিল]

এখানেই না থেমে থেকে অনূজবাবুর মত, "নেতাজির ফাইল প্রকাশ্যে এলে জওহরলাল নেহরুর ইমেজ ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা তৈরি হয়েছে। তবে আমি নিশ্চিত মহাত্মা গান্ধী ও সর্দার প্যাটেলও নেতাজি গতিবিধি সম্পর্কে সব জানতেন।" [নেতাজির পর এবার লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু নিয়েও বিতর্ক!]

একইসঙ্গে তিনি কেন্দ্রের বক্তব্যের বিরোধিতা করে জানিয়েছেন, নেতাজির নিখোঁজের পরে সাত দশক কেটে গিয়েছে। এখন আর কোনও নথি প্রকাশ্যে এলে অন্য দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই। [বৃহত্তর ষড়যন্ত্র? নেতাজির অন্তর্ধান সংক্রান্ত নথি নষ্ট হয়ে গিয়েছে!]

এখন ঘটনা হল, বিতর্কিত তথ্যগুলিকে সরিয়ে রেখে সরকারের কথামতো নেতাজির ফাইল প্রকাশ করা হয়, নাকি সমস্ত রহস্য উন্মোচিত হয়, সেটাই এখন দেখার।

English summary
Netaji Subhas Chandra Bose mystery: Collective decision to ditch him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X