For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেপালের ট্রান্সজেন্ডার ফ্যাশন মডেল অঞ্জলি লামা

সম্প্রতি ভারতের একটি শীর্ষস্থানীয় ফ্যাশন শো-র ক্যাটওয়াকে আবির্ভূত হয়ে চমক লাগিয়েছেন নেপালের ট্রান্সজেন্ডার মডেল অঞ্জলি লামা অঞ্জলি লামাই হচ্ছেন নেপালের প্রথম ট্রান্সজেন্ডার মডেল।

  • By Bbc Bengali

নেপাল ভারত ফ্যাশন
BBC
নেপাল ভারত ফ্যাশন

সম্প্রতি ভারতের একটি শীর্ষস্থানীয় ফ্যাশন শো-র ক্যাটওয়াকে আবির্ভূত হয়ে চমক লাগিয়েছেন নেপালের ট্রান্সজেন্ডার মডেল অঞ্জলি লামা।

অঞ্জলি লামাই হচ্ছেন নেপালের প্রথম ট্রান্সজেন্ডার মডেল।

"আপনি যদি মনে করেন যে আপনি ট্রান্সজেন্ডার আর আপনি নিজেকে লুকিয়ে রাখেন, তাহলে আপনি যা চান তা আপনি কোন দিনই অর্জন পারবেন না।"

তিনি মডেলিং শুরু করেন ২০০৯ সালে। "প্রথম দিকে আমি অনেক অডিশন দিলেও কেউ আমাকে নিতে চায়নি। বলেছে, তুমি হিজড়া, তোমাকে ফ্যাশন শোতে নেয়া যাবে না।"

নেপাল ভারত ফ্যাশন
বিবিসি, ল্যাকমে ফ্যাশন উইক
নেপাল ভারত ফ্যাশন

"তবে আমি চেষ্টা ছাড়িনি এবং ধীরে ধীরে আমি কাজ পেতে শুরু করি" - বলেন অঞ্জলি লামা।

তার কথা, আমি নিজেকে অন্য মডেলদের চাইতে আলাদা কিছু মনে করি না। ওরা যা পারে আমিও তা পারি।

"ছোট বেলা থেকেই আমি ছেলেদের পোশাকের চেয়ে মেয়েদের পোশাক পরতেই বেশি পছন্দ করতাম। স্কুলে আমাকে এ জন্য বৈষম্য ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। আমার বন্ধু ও শিক্ষকরা বলতো, তুমি ছেলে কিন্তু তুমি মেয়েদের মতো আচরণ করো কেন?"

"আমি ভাবতাম কি করবো, নিজেকে পাল্টানোর চেষ্টা করলেও পারি নি।"

নেপাল ভারত ফ্যাশন
BBC
নেপাল ভারত ফ্যাশন

"কিন্তু পরে যখন আমি রাস্তায় ট্রান্সজেন্ডার লোকজন দেখলাম তখন আমি আমার প্রকৃত সত্বাকে চিনতে পারলাম।"

"আমার পরিবারকে যখন প্রথম এ কথা বললাম, আমার ভাই ফোন করে বললো তুমি এভাবেই থাকো, কখনো আমাদের পরিবারে এসো না।"

যাদের আত্মপরিচয় নিয়ে সমস্যা আছে তাদের প্রতি অঞ্জলির আহ্বান, "নিজেকে প্রকাশ করুন, আপনি যা সেভাবেই চলুন। আপনি যা চান তার জন্য লড়াই করুন, লুকিয়ে থাকবেন না।"

"একদিন দু'দিন সমস্যা হবে - তার পর আর হবে না। তখন আপনার ভালো লাগবে। আপনি যা চাইবেন, তাই পেতে পারবেন" - বলেন অঞ্জলি লামা।

বিবিসি বাংলার আরো খবর: শিশুদের যৌন শিক্ষার বই নিয়ে ইন্দোনেশিয়ায় বিতর্ক

'অস্ত্র কেনায় ভারতই পৃথিবীতে এক নম্বর'

আরো পড়ুন: এমপি লিটন হত্যামামলায় জাপার সাবেক এমপি আটক

শিক্ষকরাই পড়তে পারছেন না পাহাড়ি ভাষায় বর্ণমালার বই

আহত ফিলিস্তিনিকে হত্যাকারী ইসরায়েলি সেনার ১৮ মাস জেল

English summary
Nepal's new transgender fashion model Anjali Lama storms the fashion parade.The Show recently held in India.She stole everyone's attraction.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X