For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবসে 'আম আদমি' হচ্ছেন নভজ্যোত সিং সিধু!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৯ জুলাই : আগামী ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন আম আদমি পার্টিতে যোগ দিচ্ছেন বিজেপি ত্য়াগী নেতা নভজ্যোত সিং সিধু। আপ সূত্রে এমনটাই জানা গিয়েছে। দলের অন্দরের খবর, পাঞ্জাবে অকালি দল ও বিজেপি জোট সরকারের থেকে রাজ্যকে মুক্ত করতে এই দিনটিকে রূপক হিসাবে বেছে নেওয়া হয়েছে। [রাজ্যসভা থেকে ইস্তফা বিজেপি নেতা সিধুর]

গত ১৮ জুলাই বিজেপি রাজ্যসভার পদ থেকে ইস্তফা দেন নভজ্যোত সিং সিধু। এরপরে কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সিধু। জানান, তাঁকে পাঞ্জাবের দিকে তাকাতেও বারণ করা হয়েছিল। অমৃতসরের মানুষের পাশে দাঁড়াতে নিষেধ করা হয়েছিল।

স্বাধীনতা দিবসে 'আম আদমি' হচ্ছেন নভজ্যোত সিং সিধু!

সিধুর কথায়, তিনি অমৃতসরের মানুষ। অথচ বিজেপি সেখান থেকেই তাঁকে সরিয়ে অন্য জায়গায় দিতে চেয়েছিল। জীবনে যা কিছুর বদলেই তিনি পাঞ্জাবকে বেছে নেবেন, এখানকার মানুষের সেবা করবেন। আর সেজন্যই তিনি বিজেপি ছেড়েছেন। তবে তিনি আপে যোগ দেবেন কিনা তা নিয়ে সরাসরি কোনও প্রশ্নের উত্তর সিধু দেননি।

তিনি উত্তর না দিলেও ওয়াকিবহাল মহলের বুঝতে বাকী নেই, সিধু আপেই যোগ দিতে চলেছেন। আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। সূত্রের খবর, সিধুকে সামনে রেখেই বিধানসভা ভোটে অকালি দল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামবে আম আদমি পার্টি।

প্রসঙ্গত, ৫২ বছর বয়সী সিধু আন্তর্জাতিক ক্রিকেটার ও টিভি ব্যক্তিত্ব হিসাবে পাঞ্জাব তথা সারা ভারতে সুপরিচিত। বিজেপি বিধায়ক হিসাবে অমৃতসর থেকে দাঁড়িয়ে তিনি নির্বাচনে জিতেছিলেন। তবে ২০১৪ লোকসভা ভোটে তাঁকে টিকিট না দিয়ে সেই কেন্দ্রে অরুণ জেটলিকে প্রার্থী করে বিজেপি।

সেই থেকে দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সিধুর। এর দু'বছর পরে হঠাৎ করেই সিধুকে রাজ্যসভার সাংসদ করে দেয় বিজেপি। সেই পদ গ্রহণও করেন তিনি। তবে দলের সঙ্গে সিধুর সেই দূরত্ব ঘোঁচেনি তা পরিষ্কার হয় সিধুর বিজেপি ছাড়ার পরই।

English summary
Navjot Singh Sidhu to join AAP in Independence Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X