For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গান্ধী নয়, নাথুরাম গডসের উচিত ছিল নেহরুকে খুন করা : কেরালা আরএসএস মুখপত্র

Google Oneindia Bengali News

গান্ধী নয়, নাথুরাম গডসের উচিত ছিল নেহরুকে খুন করা : কেরালা আরএসএস মুখপত্র
বেঙ্গালুরু, ২৫ অক্টোবর : সম্প্রতি কেরালা আরএসএস-এ মুখপত্র কেসরি-তে নাথুরাম গডসে নিয়ে একটি মন্তব্যে বিতর্ক উস্কে দিয়েছে। মুখপত্রে বলা হয়েছে ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর হত্যা করেছিলেন নাথুরাম বিনায়ক গডসে। কিন্তু গডসের উচিত ছিল মহাত্মা গান্ধীর পরিবর্তে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে নিশানা বানানো।

নিউজ মিনিটে প্রকাশিত সংবাদ অনুযায়ী, প্রতিবেদনটি লিখেছেন বিজেপি নেতা বি গোপালকৃষ্ণন, যিনি লোকসভা ভোটে চালাকুডি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রতিবেদনটি ১৭ অক্টোবর প্রকাশিত হয়। দেশ ভাগের সময় স্বার্থপর রাজনীতির চাল দিয়েছিলেন বলে প্রতিবেদনে নেহরুর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।

নিউজ মিনিটে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ভারত ভাগ এবং মহাত্মা গান্ধীর হত্যার মতো মর্মান্তিক ঘটনার পিছনে নেহরুর স্বার্থপর রাজনীতি ছিল। দেশ ভাগ সংক্রান্ত ঐতিহাসির নথি প্রসঙ্গে গডসের তর্ক মূল্যায়ণ করার পর যদি কোনও ইতিহাসের ছাত্রছাত্রী মনে করেন গডসের ভুল ব্যক্তিকে নিশানা বানিয়েছিলেন তাহলে তাদের দোষ দেওয়া যায় না।

লেখকের মতে নেহরুর থেকে মানুষ হিসাবে ভাল ছিলেন গডসে। কারণ তার মতে নেহেরু গান্ধীকে মানসিকভাবে খুন করেছিলেন। ব্রিটিশদের সঙ্গে শেষ দফার কথা বলার সময় নেহরু কার্যকরভাবে গান্ধীজিকে সরিয়ে দিয়েছিলেন। নেহেরু শুধু গান্ধীজির খদ্দর আর টুপিকে দলের চিহ্ন হিসাবে রেখেছিলেন। নেহরু গান্ধীজিকে একেবারে কোণঠাসা করে বুঝিয়ে দিয়েছিলেন যে কংগ্রেসে গান্ধীজির কোনও প্রভাব নেই।

কংগ্রেস এই প্রতিবেদনটির তীব্র সমালোচনা করে জানিয়েছেন, আরএসএস ইতিহাসকে বিকৃত করে দেখানোর চেষ্টা করছে। এই ঘটনায় পত্রিকাটির বিরুদ্ধে আইনগত কোনও ব্যবস্থা নেওয়া যায় কিনা সেবিষয়ে পুলিশের সঙ্গে কথা বলেছেন কেরালার স্বরাষ্ট্রমন্ত্রী।

English summary
Nathuram Godse should have killed Nehru, not Gandhi: Kerala RSS mouthpiece
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X