For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যভারতের আকাশে এভারেস্ট সমান উচ্চতার মেঘ, আরও বড় দুর্যোগের আশঙ্কা বাংলায়

মাউন্ট এভারেস্টের থেকেও উঁচু বজ্রগর্ভ মেঘের ছবি ধরা পড়ল নাসার ক্যামেরা। ২৫০ মাইল দুরে মহাকাশ থেকেও স্পষ্ট ছবি, আগামী কয়েকদিনে দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

মধ্য ভারতের ওপর মাউন্ট এভারেস্টের থেকেও বেশি উঁচু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। এই মেঘ এতটাই উচ্চতা পর্যন্ত উঠে গিয়েছে যে তা ২৫০ মাইল দুরে মহাকাশ থেকেও দেখা যাচ্ছে। দিন দুয়েক আগেই মহাকাশচারী রাডল্ফ ব্রেসনিক মহাকাশ থেকে এই ছবি তুলেছেন। এই ব্যাপক আকারের বজ্রগর্ভ মেঘের জেরে কমবেশি গোটা দেশেই ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম ভবন।

মধ্যভারতের আকাশে এভারেস্ট সমান উচ্চতার মেঘ, আরও বড় দুর্যোগের আশঙ্কা বাংলায়

রাডল্ফ ব্রেসনিক গত শনিবার যে ছবিটা তুলছেন তা চমকে ওঠার মতই। আশে পাশে আর কোনও বজ্রগর্ভ মেঘ না থাকায় এই পাহাড়প্রমাণ মেঘই আলাদা করে নজর কেড়েছে। ২৫০ মাইল দুরে মহাকাশ থেকেও যা স্পষ্ট দেখা যাচ্ছে। এমনকী মেঘের ছায়াও যা পড়েছে তাও কয়েকশো কিমি জুড়েই। মধ্যভারতের ওপর এই বজ্রগর্ভ মেঘ এতটাই ওপরে উঠে গিয়েছে যে তা পৃথিবীর সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলেছে। আর বাড়ার জায়গা না পেয়ে তাই মেঘের ওপরটা অনেকটা চ্য়াপ্টা হয়ে টেবল টপের আকার নিয়েছে।

এদিকে এই ভয়ঙ্কর বজ্রগর্ভ মেঘের মধ্যে জমে থাকা জলে শুধুই মধ্যই নয দক্ষিণ ও পূর্বভারতও ভেসে যাওয়ার আশঙ্কা করছে মৌসম ভবন। দিল্লির আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবারের মধ্যেই পূর্বভারতের বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাংশ, তরাই এলাকা, ওড়িশা, উত্তর- পূর্বের অসম, মনিপুর, মেঘালয়, মিজোরাম এমনকী দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূল, গোয়া ও কোঙ্কন উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যভারতের মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, মহারাষ্ট্রর একাংশেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

মধ্যভারতের আকাশে এভারেস্ট সমান উচ্চতার মেঘ, আরও বড় দুর্যোগের আশঙ্কা বাংলায়

এমনিতেই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির উন্নতির কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। নতুন করে বৃষ্টি হলে অবস্থা যে আরও খারাপ হবে তা বলার অপেক্ষা রাখে না।

মধ্যভারতের আকাশে এভারেস্ট সমান উচ্চতার মেঘ, আরও বড় দুর্যোগের আশঙ্কা বাংলায়

এদিকে উত্তরবঙ্গ ও নামনি অসমের জলে ভাসছে বাংলাদেশের একাংশও। নতুন করে অসম, মনিপুর, মেঘালয়ে বৃষ্টি হলে সেই জলও নেমে বাংলাদেশেই ঢুকবে। ফলে এখন থেকেই সম্ভাব্য বিপদের মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে দুই বাংলাকেই।

[আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে, জেনে নিন উত্তরবঙ্গের আবহাওয়া][আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে, জেনে নিন উত্তরবঙ্গের আবহাওয়া]

English summary
A NASA astronaut snaps massive thunderstorm over central India, severe rainfall expected within friday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X