For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খরচ কমাতে মন্ত্রী-আমলাদের একগুচ্ছ নির্দেশ প্রধানমন্ত্রীর

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী
নয়াদিল্লি, ৩০ অক্টোবর: একদম পাক্কা গৃহকর্তা, যিনি বাজে খরচ বাঁচিয়ে সংসারে সাচ্ছল্য আনতে চান। আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিলেন, পাঁচতারা হোটেলে কোনও সরকারি অনুষ্ঠান করা চলবে না। বিমানের বিজনেস ক্লাস নয়, ইকনমি ক্লাসে সফর করতে হবে। কোনও মন্ত্রী নিজের ব্যবহারের জন্য নতুন গাড়ি কিনতে পারবেন না। গোটা বিষয়টি ঠিকঠাক পালিত হচ্ছে কি না, তার ওপর নজর রাখবে প্রধানমন্ত্রীর সচিবালয়।

বৃহস্পতিবার একটি নির্দেশিকা জারি করে অর্থমন্ত্রক বলেছে, বিলাসিতা চলবে না। পাঁচতারা হোটেলে অনুষ্ঠান করা যাবে না। বিমানের বিজনেস ক্লাসের ভাড়া ইকনমির দ্বিগুণ। তাই বিজনেস ক্লাসে সফরের বিলাসিতা ছাড়তে হবে। কোনও হোটেল বা গেস্ট হাউস ভাড়া করে বৈঠক করলে আনুষঙ্গিক খরচ অনেক বেড়ে যায়। তাই খুব দরকার ছাড়া ভিডিও কনফারেন্সিং করে কাজ সারতে হবে। এমনকী, মন্ত্রীদের গাড়ি কেনা, পাঁচতারা হোটেল থেকে দামি খাবার আনা, আগাম অনুমতি ছাড়া বিদেশ সফর ইত্যাদির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নরেন্দ্র মোদীর আশা, এই মিতব্যয়িতার ফলে অন্তত ১০ শতাংশ খরচ কমিয়ে ফেলা সম্ভব হবে। সেই টাকা অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যয় করা যাবে। মন্ত্রীদের পাশাপাশি আমলাদের ক্ষেত্রেও এই নির্দেশ প্রযোজ্য হবে।

এ ছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে এক বছরের বেশি সময় ধরে যে পদগুলি খালি রয়েছে, সেখানে আপাতত স্থায়ী কর্মী নিয়োগ করা যাবে না।

English summary
Narendra Modi goes for austerity measures, imposes a set of restrictions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X