For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কূটনীতিকদের নাম নিয়ে পাকিস্তান ভদ্রতা ও কুটনীতির সমস্ত নীতি ভেঙে দিয়েছে: ভারত

চরবৃত্তি অভিযোগ এনে ইসলামাবাদে কর্মরত ৮ ভারতীয় কূটনীতিকের নাম ও ছবি প্রকাশ করে কূটনীতি ও ভদ্রতার সমস্ত নীতি ভেঙে দিয়েছে পাকিস্তান। পাশাপাশি তাদের সুরক্ষা নিয়েও আপস করা হয়েছে মনে করছে ভারত।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৪ নভেম্বর : চরবৃত্তি ও পাকিস্তান বিরোধী কাজের জন্য ইসলামাবাদে কর্মরত যে ৮ ভারতীয় কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে, তাতে কূটনীতি ও ভদ্রতার সমস্ত নীতি ভেঙে দিয়েছে পাকিস্তান, এমনটাই মনে করছে ভারত। পাকিস্তানের এই পদক্ষেপের কারণে ভারতের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে তাদের ৮ ভারতীয় কূটনীতিককে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিতে। এর ফলে স্বাভাবিক ভাবেই পাকিস্তানে ভারতীয় কূটনীতিকের সংখ্যা হ্রাস পাবে। [পাকিস্তান হাই কমিশনে মোট কতজন চরবৃত্তির কাজে যুক্ত, জানাল গ্রেফতার চর]

পাশাপাশি ভারতীয় ৮ কুটনীতিকের বিরুদ্ধে পাকিস্তানের এই অভিযোগ "ভিত্তিহীন এবং অপ্রমাণিত", শুধুমাত্র বদলা নীতিকে মাথায় রেখেই পাকিস্তানের এই পদক্ষেপ বলে জানিয়েছে ভারত। [পাক হাই কমিশনের 'চর' কর্মী কি জঙ্গি মডিউলও চালাচ্ছিল?]

কূটনীতিকদের নাম নিয়ে পাকিস্তান ভদ্রতা ও কুটনীতির সমস্ত নীতি ভেঙে দিয়েছে: ভারত

বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন,, ভারতে পাক হাই কমিশনের কর্মীকে চরবৃত্তির অভিযোগে হাতে নাতে ধরার পর, ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে অভিযোগ আনা পাকিস্তানের পরিকল্পিত ও কৌশলি প্রয়াস। [খিলজি মডেলে মন্ত্রীদের উপর গোপন নজরদারি চালাতে 'গুপ্তচর' নিয়োগ মুখ্যমন্ত্রীর!]

যেভাবে কোনও তথ্যপ্রমাণ ছাড়াই পাকিস্তান ৪ কূটনৈতিক পাসপোর্ট-সহ ৮ ভারতীয় আধিকারিকের নাম ও ছবি প্রকাশ করেছে তাতে ভারতীয় আধিকারিকদের নিরাপত্তার দিকটায় আপস করা হয়েছে বলে কড়া সমালোচনা করেছে দিল্লি। স্বরূপ বলেন, পাকিস্তানের এই পদক্ষেপ ভদ্রতা ও কূটনৈতিক কার্যকলাপের সাধারণ নীতি লঙ্ঘন করে।

ভারতীয় কূটনীতিকদের দেশে ফিরিয়ে আনা হবে কিনা সেবিষয়ে জানতে চাওয়া হলে স্বরূপ বলেন, "প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ভারতীয় আধিকারিকদের নিরাপত্তাই আমাদের প্রাধান্য।" [মাত্র ৫০ হাজার টাকার মাসোহারার বিনিময়ে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন নথি বিকিয়ে যাচ্ছিল!]

পাশাপাশি তিনি এও বলেন, "আমরা আশা করব পাকিস্তান ভারতীয় কূটনীতিকদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেবে, যতক্ষণ তারা ও তাদের পরিবার পাকিস্তানে রয়েছে, তাদের নিরাপত্তার দায়িত্বও সে দেশের নিতে হবে।"

English summary
Naming diplomats- Pakistan has broken all rules of decency and diplomacy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X