For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে মুসলমানরা অন্য দেশের চেয়ে বেশি সুরক্ষিত : যোগী আদিত্যনাথ

  • |
Google Oneindia Bengali News

হুব্বালি, ২ মার্চ : ফের একবার সাম্প্রদায়িক ইস্যুতে মন্তব্য করে দলের অস্বস্তি বাড়ালেন বিতর্কিত বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ।

গতকাল এক হিন্দু সমাবেশে ভাযণ দেওয়ার সময় যোগী বলেন, "বিশ্বের যে কোনও জায়গার চেয়ে ভারতে মুসলমানরা বেশি সুরক্ষিত।" যোগীর ব্যাখ্যা, আমাদের দেশে সংখ্যাগুরু অর্থাৎ হিন্দুরা অনেক বেশি উদার ও মনখোলা তাই এদেশে সংখ্যালঘুরা অন্য দেশের চেয়ে ঢের বেশি নিরাপদ ও সুরক্ষিত।

ভারতে মুসলমানরা অন্য দেশের চেয়ে বেশি সুরক্ষিত : যোগী আদিত্যনাথ


এখানেই থেমে না থেকে মাদার টেরিজা বিতর্কে আরএসএস প্রধান মোহন ভাগবতকে সমর্থন জানিয়ে যোগী আদিত্যনাথ বলেন, "গরিবকে সেবা করার নামে ধর্মান্তকরণ গর্হিত কাজ।"

কয়েকদিন আগেই আরএসএস প্রধান মোহন ভাগবত মাদার টেরিজাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। বলেন, "দরিদ্র মানুষের সেবার পিছনে মাদার টেরিজার আসল লক্ষ্য ছিল মানুষকে খীষ্ট্র ধর্মে রূপান্তর করা। মাদার টেরিজা অবশ্যই মানুষের সেবা করতেন। কিন্তু তা একটি উদ্দেশ্য নিয়ে। মাদারের একমাত্র লক্ষ্য ছিল মানুষকে খ্রীষ্ট ধর্মে রূপান্তর করা। যেহেতু তিনি নিজে খ্রীষ্টমতে বিশ্বাসী ছিলেন।"

এর আগে সাক্ষী মহারাজ, কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন জ্যোতি, যোগী আদিত্যনাথদের মতো বিজেপির নেতা-নেত্রীর সাম্প্রদায়িক মন্তব্যের জেরে মুখ পুড়েছে বিজেপি নেতৃত্বের।

English summary
Muslims safer in India than anywhere else in world: Yogi Adityanath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X