For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেসবুকে ২ কোটি টাকা প্রতারণা, তদন্তে নেমে ১০৮টি ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পুলিশের

পুলিশ বান্দ্রার এক বয়স্ক ব্যক্তির ১.৯৭ কোটি টাকা বাটপারির তদন্তে নেমেছিল। সেখানেই মোট ১০৮টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

সাইবার অপরাধ শাখার পুলিশ বান্দ্রার এক বয়স্ক ব্যক্তির ১.৯৭ কোটি টাকা বাটপারির তদন্তে নেমেছিল। সেখানেই মোট ১০৮টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে পুলিশ। সবকটি অ্যাকাউন্টই মুম্বইয়ে এবং জাল প্যান কার্ড দিয়ে খোলা হয়েছিল। পুলিশ জাল প্যান কার্ডের মূল পাণ্ডাকে গ্রেফতার করেছে।

ফেসবুকে ২ কোটি টাকা প্রতারণা মুম্বইয়ে

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে মীরা রোডের নয়া নগর থেকে গ্রেফতার করা হয়েছে। সবকটি অ্যাকাউন্টই সিল করে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বান্দ্রার বাসিন্দা ৭২ বছর বয়সী এক ব্যক্তিকে বেশি টাকার প্রলোভন দেখিয়ে ফেসবুকে প্রতারণা করা হয়। এই ঘটনায় মঙ্গল বিষ্ণোই, অমিত আগরওয়াল, সমীর মার্চেন্ট, জীতেন্দ্র রাঠোর ও পরেশ নিশবন্দকে গ্রেফতার করা হয়েছে। এদের অ্যাকাউন্টেই বান্দ্রার বাসিন্দা বৃদ্ধের অনেক টাকা ট্রান্সফার হয়েছিল।

প্রথমে বৃদ্ধের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করা হয়। এক প্রতারক মার্কিন সেনার সদস্য যে আফগানিস্তানে কর্মরত বলে জানায়। পরে টাকার লোভ দেখালে দুজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কথা বলেন। এরপরে নিজেকে সঠিক লোক বলে প্রমাণ করতে একটি জাল মার্কিন শংসাপত্র দেখিয়ে ভারতের একটি ব্যাঙ্কে বৃদ্ধের আবেদন পাঠানো হয়েছে বলে জানানো হয়।

সেইমতো এক মহিলা বৃদ্ধকে ফোন করেন। জাল ইমেল অ্যাড্রেস থেকে মেল করা হয়। তারপরই চাপ দিয়ে বৃদ্ধের থেকে ১.৯৭ কোটি টাকা বের করে নেওয়া হয়। তারপরে একটি জাল ডেবিট কার্ডও পাঠানো হয়। পরে সেই কার্ড থেকে টাকা তুলতে গিয়ে বৃদ্ধ দেখেন তা নকল। তারপরই পুলিশে যোগাযোগ করেন।

English summary
Mumbai man loses Rs 2 crore online, cops find 108 fake bank accounts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X