For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকেশের বাড়ির সামনে ১২৫ কোটি টাকার ফ্ল্যাট কেন কিনলেন এই ব্যক্তি

খবর, মুকেশ আম্বানির মুম্বইয়ের বাড়ি 'অ্যান্টিলিয়া'-র সামনে ফ্ল্যাট কিনেছেন দেবেন মেহতা নামে জনৈক ব্যবসায়ী।

Google Oneindia Bengali News

প্রতিবেশী তো অনেক রকমই হয়, কিন্তু কোটিপতি প্রতিবশী পাওয়া ক'জনের ভাগ্যে থাকে? তবে মুম্বইয়ের দেবেন মেহতার ভাগ্যে এরকমই কিছু লেখা ছিল নিশ্চয়ই! না হলে বিজনেস টাইকুন মুকেশ আম্বানিকে প্রতিবশী হিসাবে পাওয়া কী আর মুখের কথা ! খবর, মুকেশ আম্বানির মুম্বইয়ের বাড়ি 'অ্যান্টিলিয়া'-র সামনে ফ্ল্যাট কিনেছেন দেবেন মেহতা নামে জনৈক ব্য়বসায়ী।[আরও পড়ুন:পরপর ৯ বছর নিজের মাইনে বাড়াননি মুকেশ আম্বানি, তবে কত কোটি তাঁর বার্ষিক আয় জানেন কি]

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিশাল সাম্রাজ্যের মালিক তিনি, মুম্বইতে তাঁর আকাশচু্ম্বী বাড়ির দামই প্রায় দুই বিলিয়ন ডলার। আর সেই ২ বিলিয়ন ডলারের বাড়ি এখন জানলা খুললেই দেখতে পাবেন দেবেন। পেশায় দেবেন মেহতা একজন ব্যবসায়ী। উল্লেখ্য, মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ির সামনেই গড়ে উঠেছে লোধা গ্রুপের বিলাসবহুল ফ্ল্যাট। আর সেই ফ্ল্যাট কিনেছেন দেবেন।

মুকেশের বাড়ির সামনে ১২৫ কোটি টাকার ফ্ল্যাট কেন কিনলেন এই ব্যক্তি

লোধা গ্রুপের এই ৪০ তলা ফ্ল্যাটের প্রত্যেকটির দাম ৮০ কোটি টাকা। দেবেন মেহতা অবশ্য কিনে ফেলেছেন ফ্ল্যাটের দুটি ফ্লোরই। যার মোট মূল্য ১২৫ কোটি টাকা পড়েছে। স্কোয়ার ফিটের হিসাবে এর দাম ১.৪৭ লাখ টাকা প্রতি স্কোয়ারফিটে।

মুকেশের বাড়ির সামনে ১২৫ কোটি টাকার ফ্ল্যাট কেন কিনলেন এই ব্যক্তি

৪৭ বছর বয়সী দেবেন মেহতা এসজে গ্রুপ অব কমাপ্নিজের মালিক। ২০১০ সালে তিনি তাঁর ব্যবসা শুরু করেছেন আর ৭ বছরেই সাফল্যের মুখে দেখেছেন তিনি। তাঁর সংস্থা স্মার্টকার্ড প্রস্তুত করে।

English summary
Mukesh Dhirubhai Ambani, India’s wealthiest billionaire has not only built the country’s most valuable company, but also the country’s most expensive skyscraper private home worth over $2 billion. The private residence however seems to have other competitors now. A luxurious flat is being built by the Lodha Group right opposite to Ambani’s tower Antilia.The 40-storeys high building is being sold at a whopping rate of over Rs. 80 Crore per floor. Businessman Deven Mehta has however gathered immense attention as he purchased two floors of the luxurious tower for a whopping Rs. 125 Crore, which makes it to a surprising Rs. 1.47 Lakh per sq feet.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X