For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গ্লোবাল হ্যান্ডওয়াশ ডে'-তে রেকর্ড করে ভারতের নাম উঠল গিনেস বুকে

  • |
Google Oneindia Bengali News

ভোপাল, ৪ জুলাই : 'গ্লোবাল হ্যান্ডওয়াশ ডে' দিনটি সম্পর্কে ভারতের অনেকেই অবগত নন। তবে এমন একটি দিনে রেকর্ড সংখ্যক মানুষ একসঙ্গে হাত ধুয়ে রেকর্ড করলেন ভারতে। একইসঙ্গে দেশের নাম উঠে এল গিনেস বিশ্ব রেকর্ডসের পাতায়।

সারাদিনের নানা কাজকর্মের ফলে আমাদের হাত নোংরা হয়। সেই হাতই হয়ে ওঠে জীবাণুর বাসা। সেই হাত না ধুয়ে খেলে শরীরে রোগের বাসা বাঁধা প্রায় নিশ্চিত। নানা ধরনের জটিল রোগ হয় না ধোয়া হাতে খেয়েই। তাই হাত ধোয়া সম্পর্কে বিশ্ব জুড়ে সচেতনতা বাড়াতে ২০০৮ সালে জাতিপুঞ্জের তরফে 'গ্লোবাল হ্যান্ডওয়াশ ডে' দিনটির অবতারণা করা হয়।

'গ্লোবাল হ্যান্ডওয়াশ ডে'-তে রেকর্ড করে ভারতের নাম গিনেস বুকে


প্রতিবছরের ১৫ অক্টোবর দিনটি পালিত হয় 'গ্লোবাল হ্যান্ডওয়াশ ডে' রূপে। সেই উপলক্ষে ওইদিনে গতবছর ভারতের মধ্যপ্রদেশের ৫১ টি জেলার ১৩,১৯৬ টি জায়গায় ১২,৭৬,৪২৫ জন স্কুলপড়ুয়া একইসময়ে হাত ধুয়ে এই দিনটি পালন করে।

মধ্যপ্রদেশের গ্রাম পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে হওয়া গোটা প্রক্রিয়াটিই ক্যামেরাবন্দি করে রাখা হয়েছে। গতকাল অর্থাৎ শুক্রবার মধ্যপ্রদেশ গ্রামোন্নয়ন দফতরের তরফেই গিনেস বুকে নাম ওঠার কথা সরকারিভাবে জানানো হয়।

জানা গিয়েছে, এর আগে ২০১১ সালে আর্জেন্তিনা, পেরু ও মেক্সিকো-এই তিনটি দেশের ৭,৪০,৮৭০ জন মানুষ একযোগে এই হাত ধোয়ার প্রক্রিয়ার অংশ নিয়ে রেকর্ড গড়েছিলেন।

English summary
MP students enter Guinness book for washing hands on Global Handwashing Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X