For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাসিড-হামলাকারীকে ফাঁসির সাজা দিল আদালত

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

অ্যাসিড
ভোপাল, ২৫ জুলাই: সম্ভবত এই প্রথম অ্যাসিড হামলায় দোষী সাব্যস্ত কাউকে ফাঁসির সাজা দেওয়া হল দেশে। শুক্রবার মধ্যপ্রদেশের মোরেনা জেলার একটি দায়রা আদালত এই সাজা ঘোষণা করেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির মান যোগেন্দ্র কুমার (২৮)।

পুলিশ জানিয়েছে, গত বছর মোরেনা জেলার পোরসা শহরে রুবি রাওয়াতের (২৪) ওপর অ্যাসিড হামলা চালিয়েছিল যোগেন্দ্র। ওই মহিলার মুখ-সহ শরীরে সিংহভাগই পুড়ে যায়। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে কয়েকদিন পর তাঁর মৃত্যু হয়। শেষ পর্যন্ত এই মামলাতে দোষী সাব্যস্ত হল যোগেন্দ্র কুমার।

দোষী সাব্যস্ত লোকটি বিবাহিত। বাড়িতে স্ত্রী ও এক সন্তান রয়েছে। তবুও এলাকার অল্পবয়সী মেয়েদের সে উত্ত্যক্ত করত। রুবি রাওয়াত তার চোখে পড়ার পর সে পিছন পিছন ঘুরঘুর করা শুরু করে। একাধিকবার কুপ্রস্তাব দেয়। মেয়েটি রাজি না হওয়ায় রাস্তায় তার হাত ধরেও টানাটানি করেছিল। কিন্তু তিনি বলেন, ভবিষ্যতে এমন হলে পুলিশকে জানাবেন। এর পরই তাকে শাসায় যোগেন্দ্র। গত বছর ২১ জুলাই বাড়ির ছাদে বাড়ির লোকজনের সঙ্গে ঘুমোচ্ছিলেন ওই তরুণী। রাতে গাছ বেয়ে চুপিচুপি ছাদে ওঠে যোগেন্দ্র। তার পর ঘুমন্ত রুবি কার্যত অ্যাসিডে স্নান করিয়ে দেয়! তরুণীর আর্ত চিৎকার শুনে লোকজন উঠে পড়লে সে পালিয়ে যায়। পরে তাঁর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে যোগেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ।

অতিরিক্ত দায়রা বিচারক রায় দেওয়ার সময় বলেন, এ ধরনের লোক সমাজকে কলুষিত করছে। চরম শাস্তি না দিলে নারী নির্যাতনকারীরা উৎসাহ পাবে। তাই সমাজকে বার্তা দিতে এমন ঘৃণ্য অপরাধী মৃত্যুদণ্ডই দেওয়া হল। নিহত তরুণীর বাবা বলেছেন, "এত দিনে আমার মেয়ের আত্মা শান্তি পাবে। যে ওকে অমানুষিক যন্ত্রণা দিয়ে মেরেছে, তার এটাই উচিত শাস্তি। আদালতকে ধন্যবাদ।"

English summary
MP court orders death sentence to acid attacker
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X