For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোলে নিজের সন্তান নিয়ে বিয়ে ,কারণ শুনলে চমকে উঠবেন!

ভোপালের ভীম চন্দেলকার ও মীনা যাদবের বিয়ের ঘটনা, খবর হওয়ারই মতো। তাঁদের অভিযোগ ভোপালের বেতুলে জেলা কালেক্টরেট দফতরে সরকারি কেরানিকে ঘুষ না দেওয়ায় এক বছর আগে তাঁদের বিয়ের আবেদন খারিজ করে দেওয়া হয়।

  • |
Google Oneindia Bengali News

ভোপাল, ২০ মার্চ : ভোপালের ভীম চন্দেলকার ও মীনা যাদবের বিয়ের ঘটনা, খবর হওয়ারই মতো। তাঁদের অভিযোগ ভোপালের বেতুলে জেলা কালেক্টরেট দফতরে সরকারি কেরানিকে ঘুষ না দেওয়ায় এক বছর আগে তাঁদের বিয়ের আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর আইনি বাঁধা টপকে একবছর বাদে কোলে নিজেদের সন্তানকে নিয়ে রবিবার ভোপালে বিয়ে সম্পন্ন করেন তাঁরা।

প্রসঙ্গত, ২০১৬ সালে তফশীলি জাতি উন্নয়ন মন্ত্রকের আওতায় থাকা এক উন্নয়ন প্রকল্পের আওতায় ভীম ও মীনা বিয়ের আবেদন জানায় , বেতুল জেলা প্রশাসনের কাছে। যে সরকারি প্রকল্পের আওতায় তাঁদের দুজনকে ২ লাখ টাকা নগদ দেওয়া হয়।

কোলে নিজের সন্তান নিয়ে বিয়ে ,কারণ শুনলে চমকে উঠবেন!

প্রশাসনের তরফে গত বছর ৮ জুন তাঁদের বিয়ের দিন ঠিক করে প্রশাসন। তারপর সেইদিন কালেক্টরেট দফতরে গিয়ে মীনা ও ভীম দেখেন তাঁদের বিয়ের আবেদন খারিজ করে দেওয়া হয়। এবিষয়ে তাঁদের কোনও কারণ না দেখিয়েই তা খারিজ করা হয় বলে দাবি মীনা ও ভীমের।

মীনা ও ভীমের দাবি , তাঁদের কাছ থেকে সরকারি ওই কেরানি ৩০০০ টাকা চেয়েছিলেন। যা তাঁরা দিতে পারেননি। এদিকে, প্রশাসনিক জটিলতায় বিয়ে না হওয়ায় তাঁরা সহবাস করতে শুরু করেন। পাশাপাশি তাঁদের সন্তানও জন্মায় একটি। এরপর বহু সরকারি দফতরে ঘুরে, কাঠখড় পুড়িয়ে বেতুলের কলেক্টরের পরামর্শ মতো রবিবার বিয়ে করেন তাঁরা।

English summary
Five-month-old Suvesh was the youngest guest at the mass marriage for physically challenged couples in Madhya Pradesh’s Betul district on Sunday.Elegantly dressed, he was there to attend the marriage of his parents Bheem Chandelkar and Meena Yadav, blissfully unaware of the ordeal the couple had to undergo to solemnised their wedding.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X