For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২২ এপ্রিল, শুক্রবার চাঁদ হবে 'মিনি মুন'

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২১ এপ্রিল : আগামিকাল অর্থাৎ ২২ এপ্রিল শুক্রবার সবচেয়ে ছোট আকারে চর্মচক্ষে ধরা দেবে চাঁদ। একে বলা হচ্ছে 'মিনি মুন'।

নয়া 'কাউন্ট ডাউন' শুরু, পৃথিবীর ধ্বংস ২৮ সেপ্টেম্বর?

আগামিকাল সারাদিন পূর্ণিমা থাকবে। তবে চাঁদের আকার হবে অনেকটাই ছোট। এমন ঘটনা ১৫ বছর পরপর ঘটে। আবার চাঁদের এমন আকার দেখা যাবে ২০৩০ সালে।

২২ এপ্রিল, শুক্রবার চাঁদ হবে 'মিনি মুন'

এদিন বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিট নাগাদ চাঁদ ঘুরতে ঘুরতে পৃথিবীর প্রেক্ষিতে এমন একটি অক্ষে এসে পৌঁছবে যার ফলে পৃথিবীর সঙ্গে চাঁদের দূরত্ব বেড়ে হবে ৪ লক্ষ ৬ হাজার ৩৫০ কিলোমিটার। সাধারণত যা থাকে ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার।

মঙ্গল গ্রহকে বাসযোগ্য করে তুলতে ফাটানো হবে পরমাণু বোমা!

অর্থাৎ সুপারমুন বা পূর্ণিমার সময় থেকে চাঁদকে অন্তত ১৪ শতাংশ ছোট দেখতে লাগবে। কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের ডিরেক্টর দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন, শুক্রবার দিনের বেলায় সকাল ১০টা ৫৫ মিনিটে চাঁদ সবচেয়ে ছোট আকারে ধরা দেবে।

বৃহস্পতির উপগ্রহে 'জলের সন্ধান' পেলেন নাসার বিজ্ঞানীরা!

যদিও দিনের আলো চড়া থাকার কারণে তা উৎসুক মানুষের চোখে পড়বে না। আর রাতে চাঁদের দুধসাদা আলো এক পোঁচ কম হবে। তবে রূপোলি ছটা যেমন থাকে পূর্ণিমার সময়ে তেমনই থাকবে। গোলাপি বা সবুজ কোনও আভা থাকবে না। ফের এমন রূপে চাঁদকে দেখা যাবে ২০৩০ সালে। এমনটাই জানিয়েছেন দেবীপ্রসাদবাবু।

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X