For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিমাচল প্রদেশে ভূমিধসের কবলে বাস, মৃত ৫০, তৎপরতার সঙ্গে চলছে উদ্ধারকাজ

হিমাচল প্রদেশের মান্ডি-পাঠানকোট জাতীয় সড়কে ভয়াবহ ভূমিধসের কবলে দুটি বাস পড়ে যায়।

  • |
Google Oneindia Bengali News

হিমাচল প্রদেশের মান্ডি-পাঠানকোট জাতীয় সড়কে ভয়াবহ ভূমিধসের কবলে দুটি বাস পড়ে যায়। দুর্ঘটনায় মারা গিয়েছেন অন্তত ৫০ জন। মৃতদেহ উদ্ধারের কাছে তৎপরতার সঙ্গে কাজ করছে ভারতীয় সেনা।

এখনো পর্যন্ত ৪৬ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে, শনিবার রাতে যাত্রাপথে বাসগুলি একটি চায়ের দোকানের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে বলে খবর। ধসের জেরে বাসগুলি ৮০০ মিটার গভীরে পড়ে যায়। ফলে ৫০ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা শুরু হয়। খবর পেতেই , সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় সেনা ও এনডিআরএফ-এর দল। সঙ্গে থাকে পুলিশও। উদ্ধার কাজ দ্রুততার সঙ্গে করা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজে সমস্যা হয়।

আপাতত ঘটনাস্থলে রয়েছে ভরতীয় সেনা , পুলিশ,এনডিআরএফ। এছাডা়ও হোমগার্ডদেরও মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। এদিকে, এলাকাবাসীরা ভূমি ধসের পেল নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছে বলে জানা গিয়েছে। এলাকা পরিদর্শনে যান সেরাজ্য়ের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। পাশপাশি উদ্ধারের কাজও তিনি পরিদর্শন করেন।

English summary
Tonnes of slush and boulders came down on a 250-metre stretch of the Mandi-Pathankot national highway following a massive landslide early Sunday morning, burying alive at least 50 people at Kotrupi village in Himachal Pradesh's Mandi district.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X