For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বানর সেনার 'সন্ত্রাস' আইআইটি ক্যাম্পাসে, কব্জা পড়ুয়াদের বিছানাতেও

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১৪ সেপ্টেম্বর : সেই একবার রাবণের লঙ্কায় আক্রমণ করে হুলুস্থুলু কাণ্ড ঘটিয়েছিল বানর সেনা। আর এখন ২০১৬ সালে তাদের আক্রমণের নিশানায় আইআইটি বম্বের ক্যাম্পাস। পড়াশুনো না আইআইটি পড়ুয়াদের ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ডজন খানেক হনুমান। [গয়নার দোকান থেকে টাকা চুরি করছে হনুমান, দেখে নিন ভিডিওটি]

হনুমানের 'সন্ত্রাসে' আতঙ্কে দিন কাটাচ্ছে আইআইটি পড়ুয়ারা। গত কয়েকদিন ধরেই ক্যাম্পাসের ভিতরে ৪ হোস্টেলের একাধিক ঘরে কব্জা জমিয়েছে ইয়া বড় বড় হনুমান। শুধু খাবার টাবার পড়ুয়াদের হাত থেকে ছিনতাই নয়, তালা দেওয়া ঘরে ঢুকে দিব্যি মূর্তিমানের মতো বসে থাকছে। কখনও আবার ডাস্টবিন উল্টে, ঘরের দামি দামি ইলেকট্রনিক সামগ্রী, ল্যাপটপের দফারফা করে বিছানায় গিয়ে শুয়ে পড়ছে। [সংসদের লাইব্রেরিতে আধ ঘণ্টা কাটিয়ে গেল 'মেধাবী' বাঁদর!]

বানর সেনার 'সন্ত্রাস' আইআইটি ক্যাম্পাসে, কবজা পড়ুয়াদের বিছানাতেও

ফাইনাল ইয়ারের এক ছাত্রের কথায়, "প্রথম থেকেই হনুমান ছিল ক্যাম্পাসে। কিন্তু সংখ্যাটা দিনে দিনে বেড়ে চলেছে। প্রায় সারাদিন সারাক্ষণ একসঙ্গে ১০-১৫টা হনুমান ঘুরে বেড়াচ্ছে। এরকম অবস্থা যদিও আগে ছিল না।" হোস্টলের ৩,৫,৭ এবং ৯ নম্বর ঘর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায়। [ গুজরাতে গরুর মূত্রে বিশুদ্ধ সোনা পেলেন বিজ্ঞানীরা]

কলেজ ক্যাম্পাসের পত্রিকা ইনসাইট বলছে যদি পড়ুয়ারা ঘরের তালা লাগাতে ভুলে যান তাহলে ঘরে ফিরে নিজের ঘরকেই চিনতে পারবেন না। জামাকাপড়, মূল্যবান সামগ্রী সবই অতীত বলে অনুভব করবেন। এমনকী বারান্দায় পায়চারি করলে হাতে ছোট লাঠি হাতে রাখারও পরামর্শও দেওয়া হয়েছে। খুব সমস্যায় শব্দবাজি ফাটানোর অনুমতিও দেওয়া হয়েছে। [রাজস্থানের পাঠ্য বইয়ে পড়ুয়াদের উদ্দেশে 'মা' গরু-র খোলা চিঠি!]

যদিও আইআইটি বম্বে কর্তৃপক্ষের মতে হনুমানের দাপাদাপি মরশুমি। একটা নির্দিষ্ট সময় তারা ক্যাম্পাসে আসে হাঙ্গামা করে ফের ফিরে যায়। তবে মাঝে মাঝে তাদের মরশুমের প্যাটার্ন বদলায় বলেই মনে করছে কলেজের শিক্ষক-শিক্ষিকারা। আসলে ক্যাম্পাসটা জঙ্গলের খুব কাছে। তাই একটু সমস্যা হয়। শুধু হোস্টেল নয়, এর আগে কলেজের অফিসেও হামলা করেছে হনুমানেরা। এর জন্য পড়ুয়াদের সতর্ক থাকতে হবে এছাড়া আর কোনও সমাধান সূত্র কলেজ কর্তৃপক্ষের হাতে নেই বলেই জানিয়ে দেওয়া হয়েছে।

English summary
Monkey menace drive IIT-B students up the wall
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X