For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ডাবে জল থাকে, জুস নয়, এতো বাচ্চারাও জানে!' ফের রাহুল গান্ধীকে খোঁচা মোদীর!

মহারাজগঞ্জে নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করতে ছাড়লেন না মোদী। রাহুলের 'নারকেলের জুস' আর 'আলুর ফ্যাক্টরি' নিয়ে নিজের চেনা ভঙ্গিতেই রাহুলকে জোরদার জবাব দিলেন মোদী

Google Oneindia Bengali News

মহারাজগঞ্জ, ১ মার্চ : উত্তরপ্রদেশের শেষ দুদফা নির্বাচনের আগে প্রচারের কাজ জারি রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাজগঞ্জে নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করতে ছাড়লেন না মোদী। রাহুলের 'নারকেলের জুস' আর 'আলুর ফ্যাক্টরি' নিয়ে নিজের চেনা ভঙ্গিতেই রাহুলকে জোরদার জবাব দিলেন প্রধানমন্ত্রী।['শেষপর্যন্ত ভূমিকম্প এল', সংসদে রাহুল গান্ধীকে তীব্র ব্যঙ্গ নরেন্দ্র মোদীর]

নাম না করে ইম্ফলে রাহুল গান্ধীর মন্তব্যের প্রসঙ্গ তুলে মোদীর কটাক্ষ, "কংগ্রেসের এক নেতা আছেন যিনি গতকাল ইম্ফলে বলেছেন তিনি লন্ডনে নারকেলের জুস বিক্রি করবেম। এও বলেছেন মণিপুরে আলুর ফ্যাক্টরি তৈরি করবেন। কারোর ওকে বলে দেওয়া উচিৎ যে নারকেলে দল থাকে, জুস নয়।"[বারাক ওবামার 'বেডশিট' নিয়ে রাহুলের মন্তব্যে ফের কৌতূক সমালোচকদের]

'ডাবে জল থাকে, জুস নয়, এতো বাচ্চারাও জানে!' ফের রাহুল গান্ধীকে খোঁচা মোদীর!

উল্লেখ্য, মণিপুরের বিধানসভা নির্বাচনের আগে ইম্ফলে রাহুল গান্ধী প্রচারে যান। সেখানে একটি জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে তিনি বলেন, "আমি খাদ্যপ্রক্রিাকরণ ক্ষেত্রেও মণিপুরের উন্নয়ন দেখতে চাই। দেখতে চাই লন্ডনে কেউ নারকেলের জুস খাচ্ছে এবং তাতে মেড ইন মণিপুর লেখা রয়েছে।"["রাহুল গান্ধী এখনও অপরিণত, ওনাকে আর একটু সময় দিন" : কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত]

এর পাশাপাশি গত বছরের অক্টোবর মাসে উত্তরপ্রদেশে কিষান মহাযাত্রায় কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে রাহুল বলেছিলেন, "আপনারা সবাই এলাকায় আলুর কারখানা বানিয়ে দেওয়ার দাবি করছেন। কিন্তু আপনাদের বোঝা উচিৎ আমি বিরোধী নেতা, আমি সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারি কিন্তু সিদ্ধান্ত নিতে পারি না। আমি কৃষকদের জন্য আলুর কারখানা তৈরি করে দিতে পারি না।"['অর্জুন' অখিলেশ আর 'শ্রীকৃষ্ণ' রাহুল গান্ধীর পোস্টারে ছেয়ে গিয়েছে উত্তরপ্রদেশ]

রাহুল গান্ধীর এই মন্তব্যগুলি টুইটার, ফেসবুকের মতো সোস্য়াল মিডিয়ায় হাসির রোল তোলে। সেই খিল্লিতেই এবার আরও ঘি ঢাললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সত্য়িই কটু কথা না বলে কথায় মারা একেই বলে।

English summary
Narendra Modi mocks Rahul Gandhi over ‘potato factory and coconut juice’, says coconut has water, potato doesn’t grow in factories
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X