For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশ: তৃতীয় দফার নির্বাচনে ৬৯ টি আসনে ভোটগ্রহণ, ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৬১.১৬ শতাংশ

তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে। সকাল ৭ টা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। রাজ্যের ১২ টি জেলার ৬৯ টি আসনে নির্ধারিত হতে চলেছে প্রার্থীদের ভাগ্য।

  • |
Google Oneindia Bengali News
লখনউ,১৯ ফেব্রুয়ারি : তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। রাজ্যের ১২ টি জেলার ৬৯ টি আসনে নির্ধারিত হতে চলেছে প্রার্থীদের ভাগ্য। বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৬১.১৬ শতাংশ ।

আজকেন নির্বাচনে সমাজবাদী পার্চিন পক্ষে লড়ছেন যাদব পরিবারের হেভিওয়েট প্রার্থীরা। এঁদের মধ্যে রয়েছেন মুলায়মের ভাই শিবপাল যাদব, মুলায়মের দ্বিতীয় পক্ষের স্ত্রীয়ের পুত্রবধূ অপর্ণা যাদব, রয়েছেন মুলায়মের ভাইপো অনুরাগ যাদব। এদিকে বিজেপির তরফে সদ্য কংগ্রেস ছেড়ে আসা রীতা বহুগুণা যোশীর নির্বাচনী ভাগ্য নির্ধারণ আজ।

উত্তরপ্রদেশ: তৃতীয় দফার নির্বাচনে ভাগ্যনির্ধারণ তারকা প্রার্থীদের

সমাজবাদী পার্টির খাসতালুক তথা মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নিজের এলাকা এটাওয়াহতে নির্বাচন পর্ব চলছে। আজকের নির্বাচনী দফার ভোটার সংখ্যা ২ কোটি ৪২ লক্ষ। ৮২৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজ। আজকের নির্বাচন পর্বে ১৭ শতাংশ মুসলিম ভোট যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

তারকা প্রার্থীদের মধ্যে বিএসপি সুপ্রিমো মায়াবতী সকালবেলাতেই ভোট দিয়ে গিয়েছেন তাঁর লখনউ কেন্দ্রে। ভোট দিয়ে গিয়েছেন সমাজবাদী পার্টির নেতা তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তারকা প্রার্থী সম্বলিত আজের হাইভোল্টেজ তৃতীয় দফার ভোটে কানপুর গ্রামীণ, সীতাপুর, ফারুক্কাবাদ, কনৌজের মতো কেন্দ্রে চলছে ভোটগ্রহণের কাজ।

English summary
The crucial third phase of assembly polls will be held today across 12 districts in Uttar Pradesh for 69 assembly seats. In most of the polling booths, the voting is expected to start at 7:00 am and will end at 5:00 PM.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X