For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাঁর সরকারকে কারা সহ্য করতে পারছে না, নিজের মুখে তাঁদের নাম জানালেন মোদী

দেশ জুড়ে দুর্নীতি নিয়ে প্রবল অসন্তোষ ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নীতি আয়োগ আয়োজিত 'চ্যাম্পিন্স অব চেঞ্জ' নামের এক অনুষ্ঠানে ২০০ জন নতুন উদ্যোগপতিদের সভায় তিনি দেশের দুর্

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে দুর্নীতি নিয়ে প্রবল অসন্তোষ ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশপাশি কারা তাঁর সরকারকে সহ্য করতে পা পেরে সাহায্য করছেন না , তাঁদেরও নাম বললেন তিনি। বৃহস্পতিবার নীতি আয়োগ আয়োজিত 'চ্যাম্পিন্স অব চেঞ্জ' নামের এক অনুষ্ঠানে ২০০ জন নতুন উদ্যোগপতিদের সভায় তিনি দেশের দুর্নীতি নিয়ে মুখ খোলেন।

সাধারণ মানুষের দুঃখ দুর করতে দুর্নীতি যে সবচেয়ে বড় বাধা এদেশে তা আর নতুন কিছু নয়। এবিষয়ে সবচেয়ে বড় সমস্যা 'মিডল ম্যান' বা দালালদের নিয়ে। এই 'মিডলম্যান'দের দৌরাত্ম কমাতে এবার নতুন বাহিনী তৈরি করছে কেন্দ্রীয় সরকার। সেই উদ্যোগের জন্য কর্মী নিয়োগও শুরু কের দিয়েছে কেন্দ্র। এমনই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সরকারের কাজে যাঁরা বাঁধা দিচ্ছেন তাঁদের নিয়ে মুখ খুললেন ক্ষুব্ধ মোদী, শিঘ্রই হবে ব্যবস্থা

এদিনের সভায় মোদী বলেন, এটা 'খুবই বেদনাদায়ক যে দুর্নীতি একটি প্রতিষ্ঠানে পর্যবসিত হয়ে গিয়েছে। এর প্রতিরোধকারী কোনও প্রতিষ্ঠান না গড়ে তুললে একে থামানো যাবে না।' তিনি বলেন এই দালালরাই চাকরি দেওয়ার নামে এত টাকা লুঠ করে যে তা কল্পনাতীত। এই সমস্ত দৌরাত্ম এবার বন্ধ কারার দিকে শক্তপোক্তভাবে এগোচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে , নতুন উদ্যোগপতিদের আহ্বান করেন এই দালালচক্র রোধে যান তাঁরাও সামিল হন। নতুন উদ্যোগপতিরা দালালদের রুখতে কোনও ভাবনা বা পরিকল্পনা করে থাকলে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর জন্য বলেন মোদী।

English summary
english-Prime Minister Narendra Modi on Thursday expressed his "unhappiness" over the institutionalisation of corruption in the system of our country and promised more measures to ease the common man's problems.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X