For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেওয়াট গণধর্ষণ, বিরিয়ানিতে গরুর মাংস 'ছোট ঘটনা', বললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

গুরগাঁও, ১৮ সেপ্টেম্বর : বিরিয়ানিতে গরুর মাংসের ব্যবহারে পুলিশের জায়গায় জায়গায় হানা দেওয়া, মেওয়াটের জোড়া খুন ও দুই বোনের গণধর্ষণকে "ছোট ঘটনা" বলে মনে করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। দেশের যে কোনও প্রান্তেই এই ধরনের ঘটনা হতে পারে বলেও মন্তব্য করেছেন খট্টর।[গো-হত্যা খুন হিসাবে গণ্য করা উচিত : হরিয়ানার বিজেপি প্রধান রামবিলাস শর্মা]

হরিয়ানার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী খট্টরকে মেওয়াটের গণধর্ষণের ঘটনায় বা গোমাংস বিতর্কে সিবিআই তদন্ত চাওয়া হবে কিনা জিজ্ঞাসা করা হলে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এগুলো কোনও ইস্যুই নয়। এই ধরণের ছোট ইস্যুতে আমি অত নজর দিই না। আজ আমাদের স্বর্ণ জয়ন্তী নিয়ে কথা বলা উচিত।" [গরু বাঁধা নিয়ে বচসা, মহিলাকে বিবস্ত্র করে মারধর, ছেলেকে ধারালো অস্ত্রের কোপ!]

মেওয়াট গণধর্ষণ, বিরিয়ানিতে গরুর মাংস 'ছোট ঘটনা', বললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী

এখানে শেষ না করে খট্টর আরও বলেন, "স্বর্ণজয়ন্তীতে এই ধরণের ছোট ইস্যু নিয়ে আলোচনার কথার কোনও যুক্তি নেই, এই ধরণের ঘটনা দেশের যে কোনও জায়গায় হতে পারে।"

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট মেওয়াটে ২০ বছর ও ১৪ বছর বয়সী দুই বোনকে একাধিক পুরুষ মিলে গণধর্ষণ করে এবং তাদের পরিবারের সদস্যদের গাছের সঙ্গে বেঁধের এমন মারধর করা হয় যে তাদের মৃত্য়ু পর্যন্ত হয়। [গো-বলয়ে মদ্যপ প্রৌঢ়ের হাতে ধর্ষিত গোয়াল পালানো 'গরু']

অন্যদিকে গত ৮ সেপ্টেম্বর ঈদের দিন মেওয়াটেই হাইওয়ের ওপর দোকানে অভিযান চালিয়ে বিরিয়ানির পরীক্ষা করা হয়। হরিয়ানা গো-রক্ষক টাস্ক ফোর্স খতিয়ে দেখে ওইসব বিরিয়ানিতে ব্যবহৃত মাংস গোরুর কিনা। [বাছুরের সঙ্গে যৌন সংসর্গ করে এইমসে ভর্তি যুবক]

উল্লেখ্য, হরিয়ানায় গোহত্যা দণ্ডনীয় অপরাধ। এর জন্য ১০ বছর পর্যন্ত হাজতবাস এবং ১ লক্ষ টাকার জরিমানা পর্যন্ত হতে পারে।

English summary
Mewat Gang-Rape Case, Beef In Biryani 'Small Issues': Manohar Lal Khattar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X