For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেলফি দেখে চুরির কিনারা করল পুলিশ, বমাল গ্রেফতার মহিলা সহ ৬

দিল্লিতে ঘুরতে আসা এক প্রবাসী ভারতীয় দম্পতির কাছ থেকে ২০ লক্ষ টাকার সোনার গহনা চুরি গিয়েছিল। শুধুমাত্র সেলফি দেখে কেসের কিনারা করলেন পুলিশ অফিসাররা। দিল্লি মেট্রোতে ঘটনাটি ঘটে গত সপ্তাহে

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর : আমজনতার সেলফি অবসেশন নিয়ে নানা জায়গায় লেখালেখি হয়। এর ভয়ঙ্কর বিপদের দিকগুলি নিয়ে বহু বিশেষজ্ঞ সাবধানবাণী শোনান। এমনকী সেলফির কারণে আগামিদিনে সারা পৃথিবীতে কয়েক হাজার মানুষ মারা যাবেন, এই বিষয়টিও সমীক্ষায় উঠে এসেছে।['সেলফি বোতল' নিয়ে এল কোকাকোলা! চুমুক দিলেই উঠবে সেলফি]

এহেন ভয়ঙ্কর সেলফির কিন্তু ভালো দিকও রয়েছে। যেমন তা প্রমাণিত হল দিল্লিতে ঘুরতে আসা এক প্রবাসী ভারতীয় দম্পতির জন্য। তাদের কাছ থেকে ২০ লক্ষ টাকার সোনার গহনা চুরি গিয়েছিল। শুধুমাত্র সেলফি দেখে কেসের কিনারা করলেন পুলিশ অফিসাররা।[অপারেশন রুমে প্রসব যন্ত্রণায় কাতর নগ্ন মহিলার সঙ্গে সেলফি তুললেন চিকিৎসক]

সেলফি দেখে চুরির কিনারা করল পুলিশ, বমাল গ্রেফতার মহিলা সহ ৬

দিল্লি মেট্রোতে ঘটনাটি ঘটে গত সপ্তাহের শুক্রবার। অভিযোগ জমা পড়ার পরে নয়াদিল্লি থেকে ছাতারপুর স্টেশনের মধ্যে সমস্ত সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ। প্রবীণ কুমার ও তাঁর স্ত্রী নীলম ক্যালিফোর্নিয়ায় থাকেন। এক অনুষ্ঠানে তারা ভারতে এসেছেন। মেট্রোয় চড়ে সেই অনুষ্ঠানে যাচ্ছিলেন।['নগ্ন সেলফি'-র আবদার হবু বরের, বিয়ের বানচাল ক্ষুব্ধ কনের]

যখন তারা গন্তব্যে পৌঁছন, তখন দেখেন যে ব্যাগের চেন খোলা রয়েছে। সমস্ত সোনার গয়না যার আনুমানিক মূল্য ২২ লক্ষ টাকা তা খোয়া গিয়েছে।[সাপের সঙ্গে 'সেলফি' তুলে হাসপাতালে দুই যুবক]

মেট্রো স্টেশনের সেন্ট্রাল সেক্রেটারিয়েটে অভিযোগ দায়ের করেন প্রবীণ ও নীলম। তদন্তে একটি সেলফি চোখে পড়ে পুলিশের। সেখানে দেখা যায় দম্পতির পিছনে সন্দেহজনক মহিলার গতিবিধি।

এরপর মঙ্গলবার মহিলাদের ওই দলটিকেই ফের চৌরি বাজার মেট্রো স্টেশনে ঘোরাফেরা করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে ৬ জনের ওই মহিলা দলটিকে পাকড়াও করে। পরে ওই দম্পতির পরিবারের সঙ্গে যোগাযোগ করে গয়না ফিরিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

English summary
Metro selfie helps CISF crack Rs 20-lakh theft case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X