For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদর্শের লড়াই লড়তে ময়দানে মীরা, জমা করলেন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দিলেন বিরোধীদের প্রার্থী মীরা কুমার, সঙ্গে ছিলেন মনমোহন, সনিয়া সহ একাধিক বিরোধী নেতা-নেত্রী।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী সহ একগুচ্ছ বিরোধী নেতানেত্রীর উপস্থিতিতে বুধবার রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দিলেন মীরা কুমার। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা একটা আদর্শের লড়াই, এখানে জাত- পাত আনা কখনই কাম্য নয়। মনোনয়ন জমার পর এমনই মন্তব্য করেছেন মীরা কুমার।

আদর্শের লড়াই লড়তে ময়দানে মীরা, জমা করলেন মনোনয়নপত্র

রামনাথ কোবিন্দকে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণার দিন কয়েক পরেই লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারের নাম ঘোষণা করে ১৭টি বিরোধী দল। ফলে রাষ্ট্রপতি পদের লড়াই হয়ে দাঁড়ায় দলিত বনাম দলিত। কিন্তু রাষ্ট্রপতি পদের জন্যে কখনই জাত- ধর্মকে অগ্রাধিকার দেওয়া কাম্য নয় বলে জানিয়েছেন মীরা কুমার। বুধবার রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন পেশ করলেন তিনি। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে তিনি বলেন, এটা আদর্শের লড়াই। এর আগে শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার নিরিখেই রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। গত শুক্রবারই মনোনয়ন জমা দিয়েছে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ। তিনিও জানিয়েছেন, রাজ্যপালের আসনে বসার পর তিনি আর কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন।

বুধবার মীরা কুমারের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী তো ছিলেনই, সেখানে হাজির হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ডেরেক ও' ব্রায়েন, সিপিএম-এর সীতারাম ইয়েচুরি, এনসিপি-র শরদ পাওয়ার সহ অন্যান্যরা। ৩০শে জুন গুজরাটের সাবরমতি আশ্রম থেকেই প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন মীরা কুমার।

English summary
Opposition candidate Meira Kumar files nomination for presidential election, she was accompanied by Manmohan, Sonia and others.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X