For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোয়াটস অ্যাপ-এ এমন মেসেজ রাখার আগে সাবধান, দেশদ্রোহিতার অভিযোগে হতে পারেন গ্রেফতার ,পড়ুন এই কাহিনি

শুধুমাত্র আপত্তিকর মেসেজ পাঠালেই নয়, বরং আপত্তিকর মেসেজ ফোন ঢুকলেও পড়তে পারেন বিপদে। এরকমই এক বিপদে পড়েছেন তাদিকলা আকবর সলিম।

  • |
Google Oneindia Bengali News

শুধুমাত্র আপত্তিকর মেসেজ পাঠালেই নয়, বরং আপত্তিকর মেসেজ ফোন ঢুকলেও পড়তে পারেন বিপদে। এরকমই এক বিপদে পড়েছেন তাদিকলা আকবর সলিম। যিনি চেন্নাই বিমানবন্দরে নামতেই গ্রেফতার হন। কারণ তাঁর হোয়াটস্যাপে ঢুকেছিল এক দেশবিরোধী আপত্তিকর মেসেজ ।[আরও পড়ুন:মুহুর্তের অসাবধানতায় হোয়াটস অ্যাপের মেসেজ মুছে ফেলেছেন, কী ভাবে পুনরুদ্ধার জেনে নিন]

মধ্যপ্রাচ্য থেকে চেন্নাই বিমানবন্দরে আসা এক বন্ধুতে নিতে চেন্নাই বিমানবন্দরে যান সালিম। আর সেখানেই এই ৩৬ বছর বয়সীকে গ্রেফতার করা হয়। পরে অবশ্য ম্যাজিস্ট্রেট জানান সলিমের মোবাইলে একসঙ্গে অনেক মেসেজ ঢোকে, যা কোনওভাবেই দেশদ্রোহী কাজকর্মের নামান্তর হতে পারে না। পাশপাশি তিনি এও জানান, যে এইভাবে কাউকে দেশদ্রোহিতার অভিযোগে আটক করা যায় না।[আরও পড়ুন:হোয়াটস অ্যাপের নতুন ফিচার : এবার কাউকে ভুল করে মেসেজ পঠিয়ে ফেললে আর চিন্তা নেই!]

হোয়াটস অ্যাপ-এ এমন মেসেজ রাখার আগে সাবধান, দেশদ্রোহিতার অভিযোগে হতে পারেন গ্রেফতার ,পড়ুন এই কাহিনি

জানা গিয়েছে., দেশদ্রোহিতা সম্পর্কিত একটি ভয়েস মেসেজ সলিমের হোয়াটস অ্যাপ চলে আসে। মেসেজটিকে দেশ বিরোধী বলে মনে করে পুলিশ। আর সেই অভিযোগেই সলিমকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, বিমনাবন্দরে আসা সলিমের বন্ধুর কাছে থেকে নির্দিষ্ট পরিমাণের বেশি সোনা উদ্ধার করে পুলিশ। সেসময়ে সলিমকেও গ্রেফতার করা হয়। অনেক তল্লাশির পর সলিমের কাছ থেকে কিছু না মেলায়, তাঁর মোবাইল চেক করতে থাকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ. তখনই ওই হোয়টসঅ্যাপ মেসেজ খুঁজে পাওয়া যায়।[আরও পড়ুন:আপনি কি হোয়াটসঅ্যাপ, ফেসবুকে গ্রুপ অ্যাডমিন? সাবধান! জেলযাত্রা হতে পারে আপনার]

উল্লেখ্য, মেসেজটি উর্দু ভাষাতে ছিল। যেখানে সমস্ত ইসলাম ধর্মীদের জন্তরমন্তরে জমায়েতের জন্য় বলা হয়েছে। কোনও এক বিশেষ বষয়ের প্রতিবাদে এই জমায়েতের কথা বলা হয়েছে ভয়েস মেসেজে। এদিকে, পুলিশ জানিয়েছে সলিমের বিষয়ে আবগারী দফতরের তরফে তাঁদের কাছে বেশ কিছু নির্দেশ আসে।

English summary
It's not just sending a message that may land you in trouble nowadays. Even receiving a message on WhatsApp makes you vulnerable. Tadikala Akabar Saleem was last week arrested at the Chennai airport where he had gone to pick up a friend who was arriving from Gulf because cops found an audio message in his phone that they deemed anti-national.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X