For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাগির বিজ্ঞাপনে মুখ দেখিয়ে বিপাকে মাধুরী

Google Oneindia Bengali News

দেহরাদুন, ২৯ মে : ম্যাগির প্রচারে বিজ্ঞাপন করায় এবার চরম সমস্যার মুখে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। 'হরিদ্বার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন' আজ শুক্রবার মাধুরীকে নোটিশ দিয়ে বিজ্ঞাপনে ম্যাগি সম্পর্কে তিনি যা যা দাবি করেছেন সে বিষয়ে জানতে চেয়েছেন। [কতটা নিরাপদ 'ম্যাগি'? এমএসজি আছে না নেই, তা নিয়ে তরজা চরমে]

অভিনেত্রীর থেকে ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। ম্যাগির পুষ্টিগত মান নিয়ে মাধুরী বিজ্ঞাপনে যে যে দাবি করেছেন তার পক্ষেই মাধুরীকে জবাব দিতে হবে বলে জানিয়েছেন 'হরিদ্বার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন' আধিকারিকরা।

ম্যাগির বিজ্ঞাপনে মুখ দেখিয়ে বিপাকে মাধুরী

সম্প্রতি ম্যাগির মধ্যে মাত্রাতিরিক্ত এমএসজি এবং সীসা মেলায় সরকারের নজরদারিতে চলে গিয়েছে এই ২ মিনিটের নুডলস ম্যাগি। উত্তরপ্রদেশে নেসলে সংস্থাকে বাজার থেকে সমস্ত ম্যাগি তুলে নিতে বলা হয়েছে। [ভারতে নিষিদ্ধ হতে চলেছে ম্যাগি নুডলস!]

ম্যাগি কিভাবে শরীরের পক্ষে ভাল এবং তিনি বিজ্ঞাপনে যে যে দাবি করেছেন তার ভিত্তি কী তাও জনতে চাওয়া হয়েছে নোটিশে। যে সময়সীমা তাঁকে বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে যদি তিনি জবাব দিতে ব্যর্থ হন তাহলে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা রুজু করা হবে বলে জানিয়েছেন খাদ্য নিরাপত্তা আধিকারিক।

English summary
Madhuri Dixit Served Notice by Food and Drug Administration For Endorsing Maggi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X