For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪ মে : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

৪ মে : সারাদিনের খবর একনজরে

সকাল ১০ টা ৪ মিনিট : শিলিগুড়িতে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। প্রতিবাদে অবস্থান বিক্ষোভে মন্ত্রী গৌতম দেব।

সকাল ৯ টা ৪৬ মিনিট : মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় যোগেন্দ্র যাদব। জানালেন, পশ্চিমবঙ্গের এখন দমবন্ধ করা পরিবেশ। বাম জমানার থেকেও খারাপ অবস্থা চলছে এখন পশ্চিমবঙ্গে।

সকাল ৯ টা ১৪ মিনিট : শিলিগুড়িতে পুরবোর্ড গঠন ঘিরে ঘোর অনিশ্চয়তা। পুরবোর্ড গঠন করা নিয়ে বাম-তৃণমূলের মধ্যে চাপানউতর। বোর্ড গঠন করতে না দেওযার জন্য গণ্ডগোল পাকানোর চেষ্টা করা হচ্ছে। সদস্যদের মধ্যে টাকা বিলি করা হচ্ছে, নয়তো ধমকানো হচ্ছে। এর বিরোধিতা করছে ও করবে বামেরা, জানালেন বিমান বোস।

সকাল ৮ টা ৩০ মিনিট : নাগাল্যান্ডের মন জেলায় অতর্কিতে জঙ্গি হানায় ৮ বন্দুকধারী নিরাপত্তারক্ষীর মৃত্যু। আহত আরও ৬। নিখোঁজ ৪ জন। রবিবার রাত আড়াইটে নাগাদ প্রথম হামলা হয়।

সকাল ৮ টা ২৩ মিনিট :

সকাল ৮ টা ১০ মিনিট : বারাসতে ১৭টি দেহবোঝাই গাড়ি নিয়ে চাঞ্চল্য। দেহগুলি বারাসত সদর হাসপাতালে অসনাক্ত অবস্থায় রাখা ছিল। পানিহাটিতে শ্মশানে দেহগুলির শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শ্মশানে কিছু সমস্যা হওয়ায় তা পোড়ানো যায়নি বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

সকাল ৮ টা : দিল্লিতে ফের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ। ঠাণ্ডা পানীয়ে মাদক মিশিয়ে তাঁকে অচেতন করে গণধর্ষণ করা হয়। ধর্ষণের পর তাঁকে রাস্তায় ফেলে পালিয়ে যায় অপরাধীরা। পুলিশ জানিয়েছে য়ারা ধর্ষণ করেছে তারা ওই তরুণীর সহকর্মী। পুলিশ তল্লাশি শুরু করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে থেকে ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

English summary
Latest News Update: May 4
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X