For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ অক্টোবর : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

২১ অক্টোবর : সারাদিনের খবর একনজরে
বিকেল ৪ টে ২২ মিনিট : ভারতীয় হকি দলের কোচ টেরি ওয়ালশ পদত্যাগ করলেন।

বিকেল ৪ টে ১৫ মিনিট : সারদা কাণ্ডে কুণাল ঘোষ, সুদীপ্ত সেন ও দেবযানীকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল নগর দায়রা আদালত। সিবিআই-এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন কুণাল ঘোষ।

বিকেল ৩ টে ৪০ মিনিট : বোলপুর থানার ভিতর ঢুকে মারধর করার ঘটনায় তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের হয়ে সওয়াল করলেন সরকারি আইনজীবী। কিন্তু সুদীপ্ত ঘোষ সহ অভিযুক্ত ৬ জনের আগাম জামিনের আবেদন নাকচ করল আদালত।

দুপুর ১ টা ৩২ মিনিট : সারদা কাণ্ডের তদন্তে এ মুহূর্তে কুণাল ঘোষের গোপন জবানবন্দীর প্রয়োজনীয়তা নেই বলে আজ নগরদায় আদালতে জানাতে চলেছে সিবিআই। কারণ তাদের অনুমান এখন তাঁর গোপন জবানবন্দী নিলে নতুন কোনও তথ্য উঠে আসার সম্ভাবনা কম।

দুপুর ১ টা ১৫ মিনিট : হরিয়ানার মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহরলাল খাট্টার।

দুপুর ১২ টা ৯ মিনিট : শুভাপ্রসন্নর চ্যানেলের অফিসে তল্লাশি ইডি।

সকাল ১০ টা ৩৭ মিনিট : আজ নয়, দীপাবলীর পরেই মহারাষ্ট্রে পর্যবেক্ষক হয়ে যাবেন রাজনাথ সিং, নিজেই জানিয়ে দিলেন সাংবাদিকদের।

সকাল ১০ টা ৩৫ মিনিট : বর্ধমান কাণ্ডে ফের মুর্শিবাদে তল্লাশি শুরুএনআইএ-র। বেলডাঙ্গার থানায় পৌছল এনআইএ।

সকাল ১০ টা ১০ মিনিট : ফের কলকাতার রাস্তায় আচমকা ধস। সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে সিআর অ্যাভেনিউতে রাস্তায় ফাটল। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। প্রবল যানজট।

সকাল ৯ টা ১৪ মিনিট : কালীপুজোয় সন্ত্রাসের আশঙ্কা রয়েছে এই মর্মে রাজ্যকে সতর্কবার্তা কেন্দ্রের।

সকাল ৯ টা ১ মিনিট : সোমবার রাতে অন্ধ্রপ্রদেশের বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ১৭ জন।

সকাল ৯ টা : মুখপত্র সামনা-য় এনসিপিকে তুলোধনা শিবসেনার।

English summary
Latest News Update October 21
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X