For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৫ এপ্রিল : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

২৫ এপ্রিল : সারাদিনের খবর একনজরে

সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিট :

সন্ধ্যা ৭ টা ০৬ মিনিট :

সন্ধ্যা ৬ টা ১০ মিনিট :

বিকেল ৫ টা ৩৫ মিনিট :

বিকেল ৪ টে ৩৩ মিনিট :

বিকেল ৪ টে :

দুপুর ৩ টে ৫২ মিনিট : কম্পনের জেরে এভারেস্টে তুষার ঝর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১২ জন বাঙালি পর্বতারোহী।

দুপুর ৩ টে ৪৯ মিনিট : মধ্যমগ্রামে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ হয়ে ৪ শিশু সহ ৫ জন আহত।

দুপুর ৩ টে ১৩ মিনিট : ভূমিকম্পের জেরে রাজারহাট সিটি সেন্টারের দেওয়ালে ফাটল।

দুপুর ৩ টে ৮ মিনিট : নেপালে ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা ছাড়াল ১৫০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

দুপুর ৩ টে ৬ মিনিট : নেপালের পোখরায় ভূমিকম্পের জেরে ভারতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

দুপুর ৩ টে ৪ মিনিট : কলকাতা, হাওড়া, নদিয়া , দুই ২৪ পরগনা সহ রাজ্যের ৬ টি জেলায় ৫০-৬০ কিলোমিটার প্রতিঘন্টা বেগে বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দুপুর ৩ টে ১ মিনিট : নেপালে ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

দুপুর ২ টো ১৬ মিনিট : শিলিগুড়িতে আহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০। মালদায় ভূমিকম্পের জেরে আহত ৪০ জন।

দুপুর ২ টো ১০ মিনিট : ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে দুপুর ৩ টেয় জরুরি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দুপুর ২ টো ৮ মিনিট : বিহারে ভূমিকম্পের জেরে ২ জনের মৃত্যু হয়েছে। নিরাপত্তার কারণ উত্তর বিহারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হল বলে জানালেন রাজীব সিং রুডি।

দুপুর ২ টো ৪ মিনিট :

দুপুর ২ টো ২ মিনিট :

দুপুর ২ টো : উত্তরপ্রদেশে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। আহতদের দেওয়া হবে ২০,০০০ টাকার ক্ষতিপূরণ।

দুপুর ১ টা ৫৭ মিনিট : ৩৮ মিনিটের ব্যবধানে কলকাতা সহ রাজ্যে দুবার ভূকম্পন অনুভূত হল। প্রথম ভূমিকম্প অনুভূত হয় সকাল ১১.৪১ মিনিটে।

দুপুর ১ টা ৪১ মিনিট :

দুপুর ১ টা ৩৮ মিনিট :

দুপুর ১ টা ৩৬ মিনিট : ভূমিকম্পের জেরে শিলিগুড়িতে একজনের মৃত্যু ও উত্তরপ্রদেশে ২ জনের মৃত্যু হয়েছে। [ভূমিকম্পে কলকাতার নানা জায়গায় বাড়িতে ফাটল, শিলিগুড়িতে মৃত ]

দুপুর ১ টা ৪ মিনিট :

দুপুর ১২ টা ৫২ মিনিট :বারাণসীতে ভূমিকম্পের আতঙ্কে পদপিষ্টের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

দুপুর ১২ টা ৫০ মিনিট : ভূমিকম্পের জেরে আপাতত কলকাতায় বন্ধ মেট্রো চলাচল।

দুপুর ১২ টা ১৬ মিনিট :

সকাল ১১ টা ৫৭ মিনিট : দিল্লিতে ভূমিকম্প। কেঁপে উঠল কলকাতা শহরও। দীর্ঘক্ষণ ধরে অনুভূত হল ভূমিকম্পের রেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪। ভূমিকম্পের উৎসস্থল নেপাল। কাঠমাণ্ডুতে রাস্তায় ফাটল, ভেঙে পড়েছে বড় বড় বাড়ি। [ (ভিডিও) ৭.৫ তীব্রতার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দেশের নানা জায়গা, সঙ্গে কলকাতাও]

সকাল ১১ টা ৪৯ মিনিট :

সকাল ১১ টা ২৮ মিনিট :

সকাল ১১ টা ০৫ মিনিট :

সকাল ১০ টা ৪০ মিনিট :

সকাল ১০ টা ২৪ মিনিট : কেকেআর খেলোয়াড় সুনীল নারিনের বিরুদ্ধে সন্দেহজনক অনৈতিক বোলিং অ্যাকশনের অভিযোগ, রবিবারের খেলায় হয়তো বাদ পড়তে পারেন নারিন।

সকাল ৯ টা ৫২ মিনিট : যেন তেন প্রকারে জিততে চাইছেন মমতাজি, বাংলায় ভোটে অশান্তির খবর তো সে ইঙ্গিতই দিচ্ছে। বললেন বিজেপি নেতা শাহনওয়াজ হোসেন।

সকাল ৯ টা ৫০ মিনিট : পশ্চিমবঙ্গ ক্রমশই হিংসার রাজ্য হয়ে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতিতে নিজের অস্বিত্ব প্রমাণে এতটাই মরিয়া যে তিনি অগণতান্ত্রিক পদ্ধতি অবলম্বনেও পিছপা নন।

সকাল ৯ টা ১২ মিনিট : বাকুঁড়ার সোনামুখী থেকে ১৬টি তাজা বোমা উদ্ধার।

সকাল ৯ টা ২ মিনিট : মাশারাত আলমের গ্রেফতারির জেরে বনধ শ্রীনগরে।

সকাল ৮ টা ৫ মিনিট : আজ জয়পুরে দলীয় কর্মীদের নিয়ে সভা করবেন বিজেপি সভাপতি অমিত শাহ।

সকাল ৮ টা ২ মিনিট :

সকাল ৮ টা : চন্দ্রকোণায় বিজেপির অফিসে ভাঙচুর। তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।

English summary
Latest News Update: April 25
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X