For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ৩ নভেম্বর : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

দেশ-বিদেশের নানা খবর, আপনার রাজ্য, জেলার খবর একঝলকে দেখে নিন এখানে।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ৩ নভেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

আত্মঘাতী সেনা জওয়ানের শেষকৃত্যে হাজির থাকবান রাহুল- কেজরিওয়াল

আত্মঘাতী সেনা জওয়ানের শেষকৃত্যে হাজির থাকবান রাহুল- কেজরিওয়াল

এক পদ এক পেনশন ইস্যুতে আত্মঘাতী সেনাকর্মীর আজ শেষকৃত্য সম্পন্ন হবে। মৃত সেনা কর্মী রামকিষাণ গ্রেওয়ালের বাড়িতে আজ হাজির থাকবেন রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরি ওয়াল। গতকাল রাহুল -কেজরিওয়াল যখন হাসপাতালে মৃত সেনাকর্মীকে দেখতে যান তখন পুলিশ তাঁদের দুজনকেই আটক করেছিল । কালকের বিতর্কের পর আজ পুলিশ কি ভূমিকা পালন করে সেটাই এখন দেখার।

হিলারির সমর্থনে ওবামা

হিলারির সমর্থনে ওবামা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচার এবং জনসংযোগে বেশি করে গুরুত্ব দিচ্ছেন এবারের নির্বাচনের দুই প্রার্থী। এবার হিলারির সমর্থনে বক্তৃতা দিতে গিয়ে বারাক ওবামা বললেন, যদি তোমরা আমাকে ভালবাসো তাহলে হিলারি কে ভোট দাও। এবারে নির্বাচনে হিলারির প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প।

রাহুলের পাশে দাঁড়ালের মমতা

রাহুলের পাশে দাঁড়ালের মমতা

এক পদ এক পেনশন বিতর্কে অবসরপ্রাপ্ত সেনাকর্মীর আত্মহত্যার ঘটনায় রাহুল গান্ধির পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটকের ঘটনাতেও কড়া প্রতিক্রিয়া দেন বাংলার মুখ্যমন্ত্রী। তীব্র নিন্দা করেন কেন্দ্রের। ডেরেক ও'ব্রায়ানকে নির্দেশ দেন আত্মঘাতী সেনা কর্মীর বাড়িতে যাওয়ার। নেত্রীর নির্দেশ পেয়ে ওই সেনাকর্মীর পরিবারকে সমবেদনা জানাতে যান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, 'প্রাক্তন সেনাকর্মীর আত্মহত্যার ঘটনা খুবই দুঃখজনক।

বঙ্গোপোসাগরে নিম্নচাপ, আজ থেকে বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপোসাগরে নিম্নচাপ, আজ থেকে বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে যে নিম্মচাপ তৈরি হয়েছে সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে শক্তিশালী হয়ে পারে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বয়েছে। শহর কলাকাতার আকাশও মেঘলা থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ জঙ্গলমহলে প্রশাসনিক জনসভায় ৩০০ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

আজ জঙ্গলমহলে প্রশাসনিক জনসভায় ৩০০ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

আজ জঙ্গলমহলে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামবনীতে প্রশাসনিক বৈঠকের পরই তিনি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। পশ্চিম মেদিনীপুরে উন্নয়ন উৎসবে সামিল হয়ে এদিন ৩০০টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সরকারি পরিষেবাও প্রদান করা হবে এই অনুষ্ঠান মঞ্চ থেকে।
বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে এসে পৌঁছন। ঝাড়গ্রামের রাজ কলেজ মাঠে নামেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সরাসরি ঝাড়গ্রাম স্টেডিয়ামে পশ্চিম মেদিনীপুরের ক্লাবগুলিকে নিয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের রাজ্যসরকারের পর্যটন দফতরের অতিথি নিবাসে রাত্রি যাপন করেন তিনি। বৃহস্পতিবার জামবনীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা।

জমি দখল ঘিরে রণক্ষেত্র নদিয়া

জমি দখল ঘিরে রণক্ষেত্র নদিয়া

জমি দখলে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ হলেন বাবা-ছেলে। তাদের ধারালো অস্ত্রের কোপও মারা হয়। চাঞ্চল্যকর এই ঘটনা নদিয়ার দক্ষিণ বহিরগাছির। আশঙ্কাজনক দু'জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবীন্দ্র সরোবরেই ছটপুজো

রবীন্দ্র সরোবরেই ছটপুজো

শর্তসাপেক্ষে রবীন্দ্র সরোবরে ছটপুজো করার অনুমতি মিলল। ১৫টি শর্তে পরিবেশ আদালত সোমবার ছটপুজোয় সায় দিয়েছে। তবে আদালতের নির্দেশমতো ফুল, বেলপাতা ও অন্যান্য সামগ্রী সরোবরের জলে ফেলা যাবে না। এ ব্যাপারে কলকাতা পুলিশ ও উন্নয়ন সংস্থাকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে। রবীন্দ্র সরোবরে ছটপুজোর অনুমতি চেয়ে পরিবেশ আদালতের কাছে আর্জি জানায় কলকাতা উন্নয়ন সংস্থা।

গ্যাস আতঙ্কে পড়ুয়ারা

গ্যাস আতঙ্কে পড়ুয়ারা

পার্কস্ট্রিটের স্কুলে গ্যাস ছড়িয়ে পড়ায় তীব্র আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল পড়ুয়ারা। তাদের নিরাপদ স্থানে বের করে আনা হয়। প্রায় ৫০০ পড়ুয়া উপস্থিত ছিল স্কুলে। পার্কস্ট্রিটের কিন্ডার গার্টেন স্কুলে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ায় খবর দেওয়া হয় দমকলে। দমকল ও পার্কস্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কীভাবে এই গ্যাস ছড়িয়ে পড়ে জানার চেষ্টা চালানো হচ্ছে।

English summary
Latest News Update :November 3, 2016 in Pic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X