For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ৩১ জুলাই : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ৩১ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

কাশ্মীরে তলবে কার্ফু

কাশ্মীরে তলবে কার্ফু

বিচ্ছিন্নতাবাদীরা ফের অশান্তির চেষ্টা করছে কাশ্মীরে। সেজন্য আগামী ৫ অগাস্ট পর্যন্ত উপত্যকায় কার্ফু চলবে বলে জানা গিয়েছে।

মোদীর শুভেচ্ছা

মোদীর শুভেচ্ছা

দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে রিও অলিম্পিকের জন্য প্রতিযোগীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সেখানে 'রান ফর রিও' অনুষ্ঠানেরও সূচনা করেন তিনি।

ফের গ্রেফতার আপ বিধায়ক

ফের গ্রেফতার আপ বিধায়ক

আম আদমি পার্টি বিধায়ক শরদ চৌহান সহ মোট ৭ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

বিস্ফোরক উদ্ধার

বিস্ফোরক উদ্ধার

ছত্তিশগড়ের বস্তার জেলায় ৫০ কেজি বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। সেগুলিকে নিষ্ক্রিয় করে ফেলা সম্ভব হয়েছে।

নরসিংহের রিও যাওয়া নিয়ে জট কাটল না

নরসিংহের রিও যাওয়া নিয়ে জট কাটল না

কুস্তিগির নরসিংহ যাদব আদৌ রিও অলিম্পিকে যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা এখনও কাটল না। শনিবার রাতে দীর্ঘক্ষণ বৈঠকের পরেও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনিজাতীয় ডোপ বিরোধী সংস্থা (নাডা)। সোমবার বিকেলে রায় ঘোষণা করা হতে পারে।

সৌদিতে সমস্যা ভারতীয়রা, সাহায্য সুষমার

সৌদিতে সমস্যা ভারতীয়রা, সাহায্য সুষমার

সৌদি আরব কাজ হারিয়ে চরম সংকটে প্রায় ১০ হাজার ভারতীয়। খাদ্যের অভাবে পীড়িত এই ভারতীয়দের সাহায্যে এগিয়ে এল কেন্দ্র। সঙ্কটে থাকা ভারতীয়দের কাছে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। সৌদি আরব ও কুয়েতে কাজ ও মজুরি সংক্রান্ত বিভিন্ন সমস্যা পড়েছেন ভারতীয়রা। সৌদি আরবে এই পরিস্থিত সবচেয়ে খারাপ।

ত্রিপুরায় পেট্রোলের দাম ৩০০ টাকা!

ত্রিপুরায় পেট্রোলের দাম ৩০০ টাকা!

একটানা প্রবল বৃষ্টি ও জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে সড়কপথে দেশের বাকী অংশের সঙ্গে উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। যার ফলে এরাজ্যে পেট্রোলের দাম লিটার প্রতি ৩০০ টাকা ছুঁয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় রাজ্য সরকার কেন্দ্রের দিকে আঙুল তুলেছে। অন্যদিকে বিরোধীরা রাজ্যের বাম সরকারকে দুষছে।

কান্দিলের খুনি তুতো ভাই

কান্দিলের খুনি তুতো ভাই

পারিবারিক সম্মানরক্ষার্থে খুন হওয়া পাকিস্তানি স্যোশাল মিডিয়া ব্যক্তিত্ব কান্দিল বালোচকে তাঁর নিজের ভাই মহম্মদ ওয়াসিম নয়, খুন করেছে তুতো ভাই হক নওয়াজ। পলিগ্রাফ টেস্টের পরে ঘটনাটি সামনে এসেছে।

আবেশের মৃত্যুতে জেরা পুলিশের

আবেশের মৃত্যুতে জেরা পুলিশের

আবেশ দাশগুপ্তর মারা যাওয়ার ঘটনায় এদিন লালবাজারে ডেকে পাঠানো হল তার বেশ কয়েকজন বন্ধুকে যারা ঘটনার দিন সেখানে উপস্থিত ছিল। সানি পার্ক আবাসনের নিরাপত্তারক্ষীরাও লালবাজারে এসে প্রশ্নের মুখোমুখি হয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়া কবি অমিত চৌধুরীকেও লালবাজারে ডেকে পাঠানো হতে পারে।

পার্রিকরের তোপ আমিরকে

পার্রিকরের তোপ আমিরকে

নাম না করে বলিউড তারকা আমির খানকে একহাত নিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর। জানালেন দেশকে অপমান করলে মানুষ ছেড়ে কথা বলে না। তাকে শিক্ষা পেতে হয়। অসহিষ্ণুতা বিতর্কে স্ত্রী কিরণ রাওকে নিয়ে দেশ ছাড়তে চেয়েছিলেন আমির। সেই প্রসঙ্গে ঘুরিয়ে আমিরকে উদ্ধত বলেও তোপ দেগেছেন পার্রিকর।

বাড়ি পড়ে মৃত ৮

বাড়ি পড়ে মৃত ৮

মুম্বইয়ের ভিউয়ান্ডিতে তিনতলা বাড়ি পড়ে ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ২০ জন। এদিন সকালে ঘটনাটি ঘটেছে।

মোদীর মন কি বাত

মোদীর মন কি বাত

এদিন নরেন্দ্র মোদী মন কি বাত রেজিও অনুষ্ঠানে ডিজিটাল উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহার নিয়ে অগ্রগতির কথা বলেছেন। এছাড়া রিও অলিম্পিক উপলক্ষ্যে প্রতিযোগীদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

English summary
Latest News Update : July 31 in (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X