For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ১৯ জুলাই : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৯ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

খারিজ আসারামের আবেদন

খারিজ আসারামের আবেদন

স্বঘোষিত গুরু আসারাম বাপুর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন নাকচ করল রাজস্থানের আদালত। ধর্ষণের অভিযোগে বাপু বহুদিন জেলে বন্দি রয়েছে।

২১ জুলাই মেহবুবার সর্বদল বৈঠক

২১ জুলাই মেহবুবার সর্বদল বৈঠক

জম্মু ও কাশ্মীরের অশান্তি পরিস্থিতি ঠেকাতে ও আইনের শাসন বজায় রাখতে সবদলকে নিয়ে আগামী বৃহস্পতিবার, ২১ জুলাই বৈঠক করবেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

সল্টলেকে সিন্ডিকেট চক্রে গ্রেফতার আরও ২

সল্টলেকে সিন্ডিকেট চক্রে গ্রেফতার আরও ২

সল্টলেকে সিন্ডিকেট দৌরাত্ম্য বন্ধ করতে তৎপর পুলিশ। সোমবার রাতে তল্লাশি চালিয়ে আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছে। আরও ২ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

একসঙ্গে ২১জন আইএএস অফিসারকে বদলি

একসঙ্গে ২১জন আইএএস অফিসারকে বদলি

উত্তরপ্রদেশে একসঙ্গে ২১জন আইএএস অফিসারকে বদলি করা হল। প্রশাসনিক কারণেই এই বদল বলে জানা গিয়েছে।

নারদ কাণ্ডে ইকবালকে তলব লালবাজারে

নারদ কাণ্ডে ইকবালকে তলব লালবাজারে

নারদ ঘুষ কাণ্ডে তদন্তের মুখে খানাকুলের তৃণমূল বিধায়ক তথা কলকাতার ডেপুটি মেয়র ইকবাল আহমেদ। এদিন তাঁকে লালবাজারে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, তাঁকে জেরা করবেন বিশেষ তদন্তকারী দলের সদস্যরা।

কুম্ভমেলায় নাশকতার ছক আইএসের

কুম্ভমেলায় নাশকতার ছক আইএসের

হরিদ্বারে কুম্ভমেলায় নাশকতার ছক কষেছিল আইএস জঙ্গিরা। আদলতে ৬ জঙ্গির নামে চার্জশিট দিয়ে দাবি এআইএ-র।

রাহানের উপলব্ধি

রাহানের উপলব্ধি

ওয়েস্ট ইন্ডিজের স্লো উইকেটে অনেক ধৈর্য্য ধরে পরিশ্রম করে রান করতে হবে। এমনটাই উপলব্ধি ব্যাটসম্যান অজিঙ্ক রাহানের। বৃহস্পতিবার থেকে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।

সল্টলেকে গ্রেফতার আরও ৪

সল্টলেকে গ্রেফতার আরও ৪

সল্টলেক ও রাজারহাট-নিউটাউনে সিন্ডিকেট রাজ বন্ধ করতে এদিন আরও ৪ জনকে গ্রেফতার করা হল। সবমিলিয়ে গত ১০ দিনে ৪৫ জন গ্রেফতার হয়েছে।

ব্যাঙ্ক ধর্মঘট

ব্যাঙ্ক ধর্মঘট

ব্যাঙ্কিং ক্ষেত্রে সংস্কারের প্রতিবাদে আগামী ২৯ জুলাই ধর্মঘটের ডাক দিল রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির কর্মী সংগঠনগুলি।

জার্মানিতে ট্রেনে হামলা কিশোরের

জার্মানিতে ট্রেনে হামলা কিশোরের

সোমবার রাতে জার্মানিতে ট্রেনযাত্রীদের উপরে হামলা চালায় ১৭ বছরের আফগান কিশোর। সে আইএসের সদস্য কিনা খতিয়ে দেখছে পুলিশ। তার ঘর থেকে বিভিন্ন সামগ্রীর মধ্যে পাওয়া গিয়েছে হাতে আঁকা আইএসের পতাকা।

সিধু বিজেপি ছেড়েছেন, জানালেন সিধু

সিধু বিজেপি ছেড়েছেন, জানালেন সিধু

রাজ্যসভার সদস্যপদ ছাড়ার সঙ্গে সঙ্গে বিজেপি দলও ছেড়েছেন নভজ্যোত সিং সিধু। একথাই জানালেন তাঁর সহধর্মিনী নভজ্যোত কউর সিধু।

পাইপে করে বাড়ি বাড়ি গ্যাস

পাইপে করে বাড়ি বাড়ি গ্যাস

এবার পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী দুবছরের মধ্যে প্রতিটা বাড়িতে এই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। আগামী তিন বছরের মধ্যে বাড়ির পাশাপাশি হোটেলেও এই পরিষেবা চালু করার কথা ভাবা হয়েছে। এদিন নবান্নে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

English summary
Latest News Update : July 19 in (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X