For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ৯ ফেব্রুয়ারি : সারাদিনের খবর একনজরে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ৯ ফেব্রুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

কেরলে রাহুল

কেরলে রাহুল

আজ দুদিনের কেরল সফরে যাচ্ছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। তিরুবনন্তপুরম ও কোচিনের সভা করবেন তিনি।

পাপুয়া ও নিউ গিনিতে ফের ভূমিকম্প

পাপুয়া ও নিউ গিনিতে ফের ভূমিকম্প

পাপুয়া ও নিউ গিনিতে ফের ভূমিকম্প অনুভূত হল। এদিন রিখটার স্কেলে তীব্রতার মাত্রা ছিল ৬.৪।

রাজ্য ভোট নিয়ে সিদ্ধান্ত জলদি

রাজ্য ভোট নিয়ে সিদ্ধান্ত জলদি

আগামী বিধানসভা ভোট কত দফায় ও কত বাহিনী নিয়ে হবে তা নিয়ে আগামী শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। বৈঠকের জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে।

ফের সাক্ষ্য হেডলির

ফের সাক্ষ্য হেডলির

এদিন ফের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী ডেভিড হেডলির।

২৫ ফুট বরফের নিচে থেকে জীবিত উদ্ধার

২৫ ফুট বরফের নিচে থেকে জীবিত উদ্ধার

সিয়াচেনে হিমাঙ্কের ৪৫ ডিগ্রি নিচে থাকা তাপমাত্রায় বরফের স্তূপের নিচ থেকে অলৌকিকভাবে জীবিত অবস্থায় উদ্ধার এক ভারতীয় সেনা জওয়ান। ১৯ হাজার ৬০০ ফুট উচ্চতায় ২৫ ফুট বরফের স্তূপ সরিয়ে ৬ দিন পরে উদ্ধার করা হল কর্ণাটকের বাসিন্দা ল্যান্স নায়েক হনুমানথাপ্পাকে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

শিক্ষকের মারে মৃত পড়ুয়া

শিক্ষকের মারে মৃত পড়ুয়া

লুকিয়ে বাবা-মায়ের সঙ্গে হস্টেলে দেখা করায় পিটিয়ে মারা হল এক আবাসিক ছাত্রকে। মুর্শিদাবাদের আল ইসলামিয়া মিশনের অষ্টম শ্রেণির পড়ুয়া শামিম মল্লিকের সঙ্গে গতকাল সন্ধ্যায় দেখা করতে যান তার বাবা-মা। অভিযোগ, কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ওই ছাত্র হস্টেল থেকে বেরিয়ে এসে বাবা-মার সঙ্গে দেখা করে। এরপরে বাবা-মা চলে গেলে তাকে বেধড়ক মারধর করেন শিক্ষক হানিফ শেখ ও স্কুল-মালিকের ছেলে লিটন শেখ। হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই প্রাণ হারায় শামিম।

শ্যেনের বাণ

শ্যেনের বাণ

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়াকে স্বার্থপর বলে অভিযোগ করলেন আর এক কিংবদন্তি শ্যেন ওয়ার্ন। তাঁর মতে, স্টিভের মতো স্বার্থপর তিনি খুব কম দেখেছেন।

এনআইএ হেফাজতে তিন

এনআইএ হেফাজতে তিন

সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে আসা তিন সন্দেহভাজনকে দশ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিল আদালত।

লড়ছেন ল্যান্স

লড়ছেন ল্যান্স

তুষারের নিচ থেকে উদ্ধার সেনা ল্যান্স নায়েকের শারীরিক অবস্থা জটিল বলে জানালেন চিকিৎসকেরা। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। এবং আগামী ৪৮ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না বলে জানানো হয়েছে।

মাধ্যমিক ছাত্রীর শ্লীলতাহানি

মাধ্যমিক ছাত্রীর শ্লীলতাহানি

উত্তরবঙ্গের ধূপগুড়িতে এক মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনা ঘটল। পরীক্ষা দিতে যাওয়ার সময়ে পথ আটকে বিয়ের প্রস্তাব দেয় এক যুবক। সঙ্গে তার আরও চার বন্ধু ছিল। রাজি না হওয়ায় বেধড়ক মারধর করা হয়।

English summary
9 February in (Pic): Get all the latest news updates of the day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X