For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭ মার্চ : সারাদিনের খবর একনজরে

  • |
Google Oneindia Bengali News

৭ মার্চ : সারাদিনের খবর একনজরে

বিকেল ৫ টা ১৫ মিনিট : আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে সকল নারীদের শুভেচ্ছা বার্তা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। তিনি বলেন, "শুধুমাত্র আইন করে নারীদের মুক্তি সম্ভব নয়। সামাজিক আচরণ এবং নৈতিকতার সঙ্গে ও মানসিক গঠনেও বদল আনা জরুরি।"

বিকেল ৫ টা ১০ মিনিট :

বিকেল ৫ টা : রুদ্ধশ্বাস ম্যাচে জিম্বাবোয়েকে ৫ রানে হারাল আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে ৩৩১ রান করে আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৩২৬ রানেই অল আউট জিম্বাবোয়ে। ম্যান অব দ্য ম্যাচ আয়ারল্যান্ডের এড জয়েস (১১২ রান)।

দুপুর ৩ টে ৩০ মিনিট : কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মালা রায়।

দুপুর ২ টো ০৫ মিনিট : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৯ রানে জিতল পাকিস্তান। ওয়াহাব রিয়াজ ৪৫ রানে ৩ উইকেট নিয়েছেন।

দুপুর ২ টো :

দুপুর ১ টা ৫৮ মিনিট : জেতার মুখে পাকিস্তান। জয়ের জন্য চাই আর একটি উইকেট। ৭৭ করে আউট ডেভেলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার প্রয়োজন আরও ৩২ রান।

দুপুর ১ টা ২৮ মিনিট : হারের মুখে দক্ষিণ আফ্রিকা। ২৭ ওভার শেষে ১৪৮ রান করতে গিয়ে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে প্রোটিয়ারা। জয়ের জন্য আরও ৮৪ রান চাই। ক্রিজে রয়েছেন ডেভেলিয়ার্স।

দুপুর ১২ টা ৪০ মিনিট : রান তাড়া করতে নেমে চাপে প্রোটিয়ারা। ১৭ ওভার শেষে তাঁদের সংগ্রহ ৫ উইকেটে ৯২ রান। বৃষ্টিতে ম্যাচ কিছুটা থমকে থাকার পর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তাঁদের ২৩২ রান করতে হবে।

দুপুর ১২ টা ৩০ মিনিট : রাজনৈতিক অস্থিরতার কারণে পূর্ব নির্ধারিত মালদ্বীপ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দুপুর ১২ টা : কলকাতা পুরভোটে কাউন্সিলর নির্বাচন নিয়ে ক্ষোভ কাশীপুর ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দাদের। প্রতিবাদে রাস্তায় নামলেন এলাকাবাসী। বর্তমান কাউন্সিলরকে চান না, জানালেন বিক্ষুব্ধরা।

সকাল ১০ টা ৫৫ মিনিট : বেআইনি পোস্ত চাষ রুখতে এসে মালদার কালিয়াচকে আক্রান্ত হল পুলিশ। ঘেরাও করে গাড়ি ভাঙচুর ও মারধর করে গ্রামবাসীরা। অভিযোগ সার্ভিস রিভালভার ছিনতাইয়েরও। আক্রান্ত কালিয়াচক থানার সাব-ইন্সপেক্টর।

সকাল ৮ টা ৩০ মিনিট : অকল্যান্ডে বিশ্বকাপের পুল বি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি পাকিস্তান। প্রথম ব্যাট করছে পাকিস্তান। ৩৬ ওভার শেষে মিসবাদের সংগ্রহ ১৭৪/৪।

English summary
latest news update 7th march
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X