For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ৪ সেপ্টেম্বর : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

আজাদের আশা

আজাদের আশা

সকলের সহযোগিতায় কাশ্মীরে শান্তি ফিরবে বলে আশাপ্রকাশ করেছেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা গুলাম নবি আজাদ। [২ সেপ্টেম্বর : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে]

ফিলিপিন্সে ভূমিকম্প

ফিলিপিন্সে ভূমিকম্প

ফিলিপিন্সের মিন্ডানাও কেঁপে উঠল ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯।

মোদীর অভ্যর্থনা

মোদীর অভ্যর্থনা

এবছরের শেষেই ব্রিকস সম্মেলনে এর গোষ্ঠীভুক্ত সকল দেশকে গোয়ায় আসতে আগে থেকেই স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি২০ সম্মেলনে গিয়ে এই আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

কাশ্মীরে কার্ফু পড়ল ৫৮তম দিনে

কাশ্মীরে কার্ফু পড়ল ৫৮তম দিনে

জম্মু ও কাশ্মীরের কিছু অংশে এখনও কার্ফু চলছে। এদিন তা ৫৮তম দিনে পড়ল। উপত্যকায় শান্তি ফেরাতে সর্বদল বৈঠক করে উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

সংস্কারের পক্ষে মোদী

সংস্কারের পক্ষে মোদী

জি২০ সম্মেলনে বক্তব্য রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব অর্থনীতির বৃদ্ধিকে ফিরিয়ে আনতে এখানেও সংস্কারের পক্ষেই সওয়াল করেছেন তিনি।

সর্বদলে না হুরিয়তদের

সর্বদলে না হুরিয়তদের

কাশ্মীরে শান্তি ফেরাতে দিল্লি থেকে আসা সর্বদলীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব নাকচ করল বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত কনফারেন্স। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনায় বসায় কেন্দ্রের সায় না থাকলেও পিডিপি প্রধান হিসেবে তাদের এই আমন্ত্রণ জানান জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি।

আপের চায়ের বিল ১ কোটি!

আপের চায়ের বিল ১ কোটি!

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর ৬ মন্ত্রী গত দেড় বছরে ১ কোটি টাকার বেশি উড়িয়ে দিয়েছেন স্রেফ চা, সিঙ্গারা খেয়ে। তথ্য জানার অধিকার আইনে দিল্লির মন্ত্রীদের চা, জলখাবারের খরচ জানতে চান বিবেক গর্গ নামে এক ব্যক্তি। তাতে দেখা যাচ্ছে, কেজরিওয়ালের চায়ের বিল সবথেকে বেশি। তিনি চা, জলখাবার খেয়েছেন ৪৭.২৯ লাখ টাকার।

কাশ্মীর উপত্যকাকে শ্মশানে পরিণত করার হুমকি সালাহউদ্দিনের

কাশ্মীর উপত্যকাকে শ্মশানে পরিণত করার হুমকি সালাহউদ্দিনের

কাশ্মীর উপত্যকাকে শ্মশানে পরিণত করার হুমকি দিল হিজবুল প্রধান সঈদ সালাহউদ্দিন। সে বলেছে, যত বেশি সংখ্যক কাশ্মীরিকে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দেওয়া হবে। খুব শীঘ্রই ভারতীয় নিরাপত্তা বাহিনীর জন্যে উপত্যকা একটি সমাধিক্ষেত্রে পরিণত হবে।

হাসপাতালে পড়ে রোগী মৃত্যু

হাসপাতালে পড়ে রোগী মৃত্যু

রোগী মৃত্যুকে কেন্দ্র করে এমআর বাঙুর হাসপাতালে উত্তেজনা। হাসপাতালের বিছানা থেকে পড়ে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। এদিন ঘটনার পরে ওয়ার্ডে ঢুকে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়েছে বলে জানা গিয়েছে।

মাও আত্মসমর্পণ

মাও আত্মসমর্পণ

ছত্তিশগড়ের নারায়ণপুরে ৩৮জন মাওবাদী আত্মসমর্পণ করল। এর মধ্যে ৭জন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে। সেনার কাছে গিয়ে এরা নিজেরা ধরা দিয়েছে।

বৃষ্টি বাড়বে

বৃষ্টি বাড়বে

নিম্নচাপের জেরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মাদারে সন্ত উপাধিতে গর্বিত প্রধানমন্ত্রী

মাদারে সন্ত উপাধিতে গর্বিত প্রধানমন্ত্রী

মাদার টেরেসা সন্ত উপাধি পাওয়া অভিভূত ও গর্ববোধ করছেন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মন কি বাত রেডিও অনুষ্ঠানে এই বিষয়ে বিস্তারিত মনের ভাব তিনি জানিয়েছেন বলেও জানালেন প্রধানমন্ত্রী।

English summary
Latest News Update : September 4, 2016 in Pic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X