For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩ মার্চ : সারাদিনের খবর একনজরে

  • |
Google Oneindia Bengali News

৩ মার্চ : সারাদিনের খবর একনজরে

সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট : সংসদে বামেদের আক্রমণ করেন নরেন্দ্র মোদী। এপ্রসঙ্গে সীতারাম ইয়েচুরির মন্তব্য সংসদে যা হল তা নজিরবিহীন। প্রধানমন্ত্রী বিরোধীদের কথাই শুনতে চান না।

সন্ধ্যা ৭ টা ১১ মিনিট : বেআইনি অর্থনৈতিক লগ্নি সংস্থা নিয়ে যে আলোচনা হচ্ছে না। বেসরকারি প্রস্তাব আনছে না সরকার।

সন্ধ্যা ৬ টা ১০ মিনিট :

বিকেল ৫ টা ৫৬ মিনিট :

বিকেল ৫ টা ৩ মিনিট : হোলির দিন আদালত খোলা রাখতে চান প্রধান বিচারপতি, বিরোধিতা বার অ্যাসেসিয়েশনের। শুক্রবার কর্মবিরতির ডাক কোর্ট চত্বরে।

বিকেল ৪ টে ৪০ মিনিট : আসন্ন পুরভোটে আধা সেনার দাবি জানাল বিজেপি। সাংবাদিক সম্মেলন করে এই দাবি তুললেন রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহা।

বিকেল ৪ টে ২০ মিনিট : আয়ারল্যান্ডকে ২০১ রানে হারাল দক্ষিণ আফ্রিকা। ২১০ রানেই শেষ কেভিন ও'ব্রায়েনদের লড়াই। ম্যান অব দ্য ম্যাচ হাসিম আমলা।

বিকেল ৩ টে ৫০ মিনিট :

দুপুর ৩ টে ২১ মিনিট : চারুকলা পর্ষদের সহ সভাপতি হয়েও পর্ষদের অনুষ্ঠানে অনুপস্থিত শুভাপ্রসন্ন। শুভা না আসায় আক্ষেপ মুখ্যমন্ত্রীর। 'উনি কেন আসেননি জানি না, সবাই আসলে ভাল লাগত।'

দুপুর ৩ টে ১০ মিনিট : গাড়িতে উঠে গাড়ির চালককে মারধরের অভিযোগ ক্যানিং ২ নম্বর ব্লকের সভাপতি সওকত আলি মোল্লার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন সওকত।

দুপুর ২ টো : রাজ্যে বড়সড় জাল নোট চক্রের হদিশ পেল গোয়েন্দা পুলিশের এসটিএফ শাখা। জাল নোট তৈরি করা হত কাঁকুরগাছিতে এবং তা মজুত রাখা হত হাওড়ার ডোমজুড়ে।

দুপুর ১ টা ৩০ মিনিট :

দুপুর ১২ টা ৪০ মিনিট : ফের একবার ব্যাটিং ঝড় দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটের বিনিময়ে ৪১১ রান। শতরান হাঁকালেন ফাফ ডু প্লেসি (১০৯ রান) ও হাসিম আমলা (১৫৯ রান)। এই নিয়ে পরপর দুটি বিশ্বকাপের তথা একদিনের আন্তর্জাতিক ম্যাচে চারশো রানের গন্ডী টপকাল কোনও দল যা একটি বিশ্বরেকর্ড।

সকাল ১০ টা ৩০ মিনিট : আয়ারল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। অর্ধশতরান করলেন ফাফ ডু প্লেসি ও হাসিম আমলা। ২২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ১২২।

সকাল ১০ টা ২০ মিনিট : হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের কনভয় প্রাণ নিল এক পথচারীর। গতকাল রাতে তিনি চণ্ডীগড় থেকে দিল্লি যাওয়ার পথে ঘটনাটি ঘটে কারনালের কাছে জাতীয় সড়কে।

সকাল ১০ টা : দিল্লিতে শুরু হল বিজেপির সংসদীয় কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সকাল ৯ টা : বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবি ডেভেলিয়ার্সের দল।

সকাল ৮ টা ৩০ মিনিট : ক্ষমতায় ফের একবার আসতে না আসতেই আম আদমি পার্টির শীর্ষ স্থানীয় নেতৃত্বের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। দলীয় সূত্রে খবর, আগামিকাল বৈঠকের পর দলের রাজনৈতিক বিষয়ক কমিটি থেকে সরিয়ে দেওয়া হতে পারে, দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য যোগেন্দ্র যাদব এবং প্রশান্ত ভূষণকে।

English summary
latest news update 3rd march
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X