For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৮ মার্চ: সারাদিনের খবর একনজরে

  • |
Google Oneindia Bengali News

২৮ মার্চ: সারাদিনের খবর একনজরে

সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিট : ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে ডার্বি জিতল মোহনবাগান। ম্যাচের ৪৬ মিনিটে গোল করেন বলবন্ত সিং।

সন্ধ্যা ৬ টা ১০ মিনিট : খাগড়াগড় থেকে রানাঘাট, সব জায়গায় বাংলাদেশি দুষ্কৃতীদের যোগ নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এদিন তিনি জানান, এক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যকে হাতে হাত মিলিয়ে একযোগে বিপদের মোকাবিলা করতে হবে।

সন্ধ্যা ৬ টা ০৭ মিনিট :

সন্ধ্যা ৬ টা : বিশ্ব ব্যাডমিন্টন খেলোয়াড়দের তালিকায় (মহিলা) প্রথম স্থানে উঠে এলেন সাইনা নেহাওয়াল। তাঁর এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

বিকেল ৫ টা ৫০ মিনিট :

বিকেল ৪ টে ৩০ মিনিট :

দুপুর ৩ টে ৩০ মিনিট :

দুপুর ২ টো ৫০ মিনিট :

দুপুর ২ টো ১৪ মিনিট :

দুপুর ১ টা ৪৫ মিনিট :

দুপুর ১ টা ১৫ মিনিট :

দুপুর ১২ টা ০৫ মিনিট : নাটক, হাঙ্গামা, তক্কাতক্কি এবং শেষে একপ্রস্থ হাতাহাতির পর আম আদমি পার্টির জাতীয় কমিটি থেকে বহিঃস্কৃত যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ। যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণের ভাগ্য নির্ধারণে আজ বৈঠকে বসে আম আদমি পার্টি। সেখানেই মোট ৩২০ জন সদস্যের মধ্যে ২০০ জন যাদবের বিপক্ষে মত দেন। অভিযােগ, ফলে ব্যালট পেপারে ভোটাভুটি আর হয়নি। বিক্ষোভের মাঝেই মুখেমুখে ভোটাভুটি করে বাদ দিয়ে দেওয়া হয় বিক্ষুব্ধ যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণকে।

দুপুর ১২ টা : আপের জাতীয় কমিটির বৈঠক থেকে বেরিয়ে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। ভোটাভুটি থেকে বিরত থাকতেই বেরিয়ে যান তিনি।

সকাল ১১ টা ৫৫ মিনিট :

সকাল ১১ টা ১৫ মিনিট :

সকাল ১১ টা :

সকাল ১০ টা ৩৪ মিনিট :

সকাল ১০ টা ১৫ মিনিট :

সকাল ১০ টা ১০ মিনিট :

সকাল ১০ টা ০৬ মিনিট : জাতীয় কমিটির বৈঠকে ঢোকার সময় বিক্ষোভের মুখে যোগেন্দ্র যাদব। তাঁর বিরুদ্ধে স্লোগান দেন অরবিন্দ কেজরিওয়াল ভক্তরা।

সকাল ৯ টা ২০ মিনিট : আগামিকাল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। সেই ম্যাচ খেলেই একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।

সকাল ৯ টা : আগামী ৩১ মার্চ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এসে বাংলাদেশ সীমান্ত এলাকায় যাবেন তিনি। কথা বলবেন বিএসএফ ও কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দাবাহিনীর আধিকারিকদের সঙ্গে। এছাড়া উত্তরবঙ্গ সফরে গিয়ে ছিটমহল পরিদর্শনেও যাওয়ার কথা রয়েছে তাঁর।

সকাল ৮ টা ৩০ মিনিট : রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে আজ কাশীপুর-বেলগাছিয়া এলাকায় মিছিল করবে বামেরা। সোমবার কমিশনে স্মারকলিপি জমা দেওয়ার কথা বাম নেতৃত্বের।

English summary
Latest News Update : 28 March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X