For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ২৬ মে : সারাদিনের খবর একনজরে

  • |
Google Oneindia Bengali News

প্রতিমুহূর্তে দেশ-বিদেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বেঙ্গালুরু ২৬ মে :

নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী

আজ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর চেয়ারে একবছর পূর্ণ করলেন। এই উপলক্ষ্যে টুইট করেছেন তিনি। নতুন ভারত গড়ার স্বপ্ন নিয়েই কাজ করে চলেছেন, টুইটে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সাঁতরাগাছি

সাঁতরাগাছি

পারিবারিক বিবাদের জেরে মামলা দায়ের হয় সাঁতরাগাছি থানায়। পুলিশ অপরাধীকে গ্রেফতার করতে গেলে উল্টে পুলিশের উপরই চড়াও হয়ে ভাঙচুর করা হয় থানায়, পুলিশকর্মীরা নিগৃহীত হন।

ডিডি কিষাণ টিভি

ডিডি কিষাণ টিভি

আজ নয়াদিল্লিতে ডিডি কিষাণ টিভির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আফগানিস্তান

আফগানিস্তান

আফগানিস্তানে তালিবান বন্দুকবাজদের হামলায় ১৯ জন পুলিশকর্মী ও ৭ সেনা জওয়ান নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।

মদন মিত্র

মদন মিত্র

১৬৫ দিন পরও জামিনে ছাড়া পেলেন না সারদা মামলায় জড়িত রাজ্যের পরিবহণ মন্ত্রী মদন মিত্র।

রাহুল গান্ধী

রাহুল গান্ধী

আজ ২ দিনের কেরল সফরে যাচ্ছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। সেখানে মৎসজীবীদের সঙ্গে কথা বলবেন তিনি।

মনমোহন সিং

মনমোহন সিং

এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নয়া বিপদে ফেললেন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (ট্রাই) প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ বাইজল৷ তাঁর অভিযোগ, টুজি মামলায় সহযোগিতা না করলে ভয়ঙ্কর পরিণতি হবে তাঁকে সতর্ক করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷

গয়া

গয়া

বিহারের গয়ায় জেডি(ইউ) নেতার বাড়িতে পার্সেল করে পাঠানো হয়েছিল বোমা। তা ফেটে একজনের মৃত্যু হয়েছে। আর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনার সময় বাড়িতে ছিলেন না গয়ার জেডি(ইউ) প্রধান।

গরমের দাবদাহ

গরমের দাবদাহ

সারা ভারতের গরমের বলি হয়েছেন আপাতত ৭৫০ জনের বেশী মানুষ। এর মধ্যে অন্ধ্রপ্রদেশেই মারা গিয়েছেন ৫৫০ জনের বেশি মানুষ।

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

বোফর্স চুক্তি নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। একটি সুইডিশ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, ৮০-র দশকে হওয়া বোফর্স চুক্তি সংবাদমাধ্যমের তৈরি করা বিতর্ক৷ ভারতের কোনও আদালতে এটি কেলেঙ্কারি বলে প্রমাণিত হয়নি।

সলমন খান

সলমন খান

সলমন খানকে বিদেশে যাওয়ার অনুমতি দিল বম্বে হাইকোর্ট। হিট অ্যান্ড রান কেসে জামিনে মুক্ত রয়েছেন তিনি। সলমন দুবাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে চেয়ে আপিল করেছিলেন।

জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুটমিল

জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুটমিল

সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলল উত্তর ২৪ পরগনার জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুটমিলে। কর্মহীন হয়ে পড়লেন চার হাজার শ্রমিক। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন জুটমিলের শ্রমিকরা।

পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুরের তমলুক থানার নিমতৌড়ির কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে যাত্রী বোঝাই বাস উল্টে মৃত্যু হল ৮ জনের। আহত হয়েছেন ৪০ জন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

কলকাতা

কলকাতা

রুবি মোড়ের কাছে মনোবিকাশ কেন্দ্রে ভয়াবহ আগুন লাগল। ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন পৌঁছে আগুন লাগার চেষ্টা করছে।

রাহুল গান্ধী

রাহুল গান্ধী

মোদী সরকারের এক বছরের পূর্তিতে কেরালার কোজিকোড়েতে একটি অনুষ্ঠানে রাহুল গান্ধী বললেন হ্যাপি বার্থ ডে স্যুট বুট কি সরকার।

ঘুম

ঘুম

দিল্লি বিধানসভার ভিতরেই অধিবেশন চলাকালীন মন্ত্রী আসিম মহম্মহ খান এবং সন্দীপ কুমার ঘুমোচ্ছেন।

মনীশ সিসোডিয়া

মনীশ সিসোডিয়া

দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পাশে বসেই তন্দ্রায় গেলেন ডেপুটি মু্খ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া।

সংঘর্ষ

সংঘর্ষ

ধানবাদে স্থানীয় নির্বাচন চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। ভেঙে দেওয়া হয় ইভিএম মেশিনও।

English summary
Latest News Update : 26 May in Pic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X