For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১ মার্চ : সারাদিনের খবর একনজরে

  • |
Google Oneindia Bengali News

১ মার্চ : সারাদিনের খবর একনজরে

বিকেল ৫ টা ০৫ মিনিট : বিশ্বকাপে প্রথম জয় পেল পাকিস্তান। ২৩৫ রান তাড়া করতে নেমে ২১৫ রানেই শেষ জিম্বাবোয়ে। 'ম্যান অব দ্য ম্যাচ' পাকিস্তানের ওয়াহাব রিয়াজ।

দুপুর ৩ টে ৩০ মিনিট : সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে ফের একটি মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। সবমিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১৫ জন।

দুপুর ২ টাে ৪৫ মিনিট : পাকিস্তানের বিরুদ্ধে ২৩৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমেও চাপে জিম্বাবোয়ে। ১৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে মাসাকাদজাদের সংগ্রহ ৬৫ রান।

দুপুর ১২ টা ৫৫ মিনিট : জিম্বাবোয়ের বিরুদ্ধে বিশ্বকাপের পুল বি ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান তুলল পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক মিসবা উল হক করেন ৭৩ রান। আট নম্বরে নেমে ওয়াহাব রিয়াজ করেন অপরাজিত ৫৪ রান।

সকাল ১১ টা ৫০ মিনিট : মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর পিডিপি প্যাট্রন মুফতি মহম্মদ সঈদকে অভ্যর্থনা জানালেন জম্মু- কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স চিফ ওমর আবদুল্লা।

সকাল ১০ টা ৪০ মিনিট : মাত্র ৭০ বলে শতরান করলেন শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে এটিই সবচেয়ে দ্রুততম। শতরান করেছেন থিরিমান্নেও। ৪৫ ওভার শেষে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ২৯০।

সকাল ১০ টা ৩০ মিনিট : দিল্লি প্রদেশ কংগ্রেসের প্রধান হতে চলেছেন অজয় মাকেন। গত বিধানসভা ভোটে ভরাডুবির পরও তাঁর উপরই ভরসা রাখছে এআইসিসি।

সকাল ১০ টা ১০ মিনিট : সোয়াইন ফ্লু মহামারী আরও ভয়াবহ আকার নিল। সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৪১। আক্রান্তের সংখ্যা ১৯০০০ ছাড়াল। এর মধ্যে রাজস্থানে ২৩৪ জন ও গুজরাটে ২৩১ জন এর প্রকোপে মারা গিয়েছেন।

সকাল ৯ টা : আজ জম্মু- কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন পিডিপি প্যাট্রন মুফতি মহম্মদ সঈদ। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

সকাল ৮ টা ৫০ মিনিট : বিশ্বকাপের পুল বি ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। প্রথম ব্যাট করে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে তুলেছে ৬ উইকেটে ৩০৯ রান। শতরান করেছেন জো রুট (১২১ রান)। জবাবে ১৫ ওভার শেষে শ্রীলঙ্কার রান বিনা উইকেটে ৮৪।

সকাল ৮ টা ৪০ মিনিট : সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হলেন বলিউড নায়িকা সোনম কাপুর। রাজকোটে একটি সিনেমার শ্যুটিং চলাকালীন সোনম আক্রান্ত হন। আপাতত সেখানকারই একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

সকাল ৮ টা ৩০ মিনিট : বন্ধ হয়ে গেল হাওড়ার ভারত জুট মিল। সকালে কর্মীরা এসে দেখেন মিলের গেটে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝোলানো রয়েছে। কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব কর্মীরা।

English summary
Latest news update : 1st March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X