For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ১০ ফেব্রুয়ারি : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একনজরে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১০ ফেব্রুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

হেডলির তৃতীয় দিনের সাক্ষ্য শুরু

হেডলির তৃতীয় দিনের সাক্ষ্য শুরু

তৃতীয় দিনের জন্য সাক্ষ্যগ্রহণ শুরু হল ২৬/১১ মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী ডেভিড হেডলির।

বাড়ি তছনছ দাঁতালের

বাড়ি তছনছ দাঁতালের

শিলিগুড়িতে ঘন জনবসতি এলাকায় ঢুকে প্রায় একশোটির উপরে বাড়ি তছনছ করল দাঁতাল হাতির দল।

ডাকাতিতে হাত পরিচিতের

ডাকাতিতে হাত পরিচিতের

দক্ষিণ কলকাতার নাকতলায় চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনায় পরিচিত কারও মদত রয়েছে বলে মনে করছে পুলিশ।

বিফ খেলে হরিয়ানায় নয়

বিফ খেলে হরিয়ানায় নয়

যাদের বিফ না খেলে চলে না, তারা হরিয়ানায় পা দেবেন না। এমনই হুঁশিয়ারি দিলেন সেরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভি।

হনুমন্তাপ্পাকে দেখতে সেনা প্রধান হাসপাতালে

হনুমন্তাপ্পাকে দেখতে সেনা প্রধান হাসপাতালে

অসুস্থ ল্যান্সনায়েক হনুমন্তাপ্পাকে দেখতে দিল্লির সেনা হাসপাতালে গেলেন সেনাপ্রধান দলবীর সিং।

হেডলির সাক্ষ্য অপূর্ণ

হেডলির সাক্ষ্য অপূর্ণ

প্রযুক্তিগত সমস্যার কারণে এদিন সাক্ষ্য নেওয়া হল না মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী ডেভিড হেডলির। ফের আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার সাক্ষ্য নেওয়া হবে বলে জানানো হয়েছে।

কেরলে বাম বিরোধী রাহুল

কেরলে বাম বিরোধী রাহুল

কেরলে সিপিএম কোনওদিন কংগ্রেসকে হারাতে পারবে না। এমনটাই জনসভায় দাবি করলেন রাহুল গান্ধী।

নেতাজিকে ভারতরত্ন!

নেতাজিকে ভারতরত্ন!

নেতাজি সুভাষচন্দ্র বসুকে ‘ভারতরত্ন' দেওয়ার আর্জি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। তামিলনাড়ু 'সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন' নামে একটি সংস্থার ম্যানেজিং ট্রাস্টি কেকে রমেশ পিটিশন দাখিল করে নেতাজিকে সর্বোচ্চ অসামরিক সম্মান দেওয়ার আবেদন জানানোয় এই নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় মৃত ৬

দুর্ঘটনায় মৃত ৬

মুর্শিদাবাদের সুতিতে ৩৪ নম্বর জাতীয় সড়কে লরির সঙ্গে মোটরচালিত ভ্যানের সংঘর্ষে মোট ৬ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। এদিন সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। আহতরা হাসপাতালে ভর্তি।

সিইএসসি-র সাব স্টেশনে আগুন

সিইএসসি-র সাব স্টেশনে আগুন

সিইএসসি-র সাব স্টেশনে বিধ্বংসী আগুন লাগে এদিন সকালে। দমকলের ১০টি ইঞ্জিন গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন সকালে ঘটনাটি ঘটেছে ওয়েলিংটনের হিন্দ সিনেমার ঠিক পাশেই। ঘন জনবসতি পূর্ণ এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় কর্মীদের।

শিশুমৃত্যু

শিশুমৃত্যু

আট মাসের অসুস্থ শিশুকে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে স্থানান্তরিত করার জন্য অ্যাম্বুল্যান্স ডাকেন পরিবার। কিন্তু ভাড়া নিয়ে অ্যাম্বুলান্স ড্রাইভারের সঙ্গে তর্কাতর্কির জেরে দেরি হয়ে যাওয়ায় মৃত্যু হল শিশুটির।

শারীরিক অবনতি

শারীরিক অবনতি

ল্যান্সনায়েক হনুমন্তাপ্পা কোপ্পাড়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। জানানো হল মেডিক্যাল বুলেটিনে।

English summary
Latest News Update : 10 February in Pic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X