For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঈশ-ই-মহম্মদ নয় উরি হামলার পিছনে রয়েছে লস্কর-ই-তৈবা জঙ্গিরা!

জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র তদন্ত বলছে, জঈশ নয়, উরি হামলার পিছনে রয়েছে লস্কর জঙ্গিরাই।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৭ নভেম্বর : সেপ্টেম্বরে জম্মু ও কাশ্মীরের উরিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনায় শহিদ হন ১৮ জওয়ান। সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে আসা জঙ্গিরা এই ঘটনা ঘটিয়েছে, একথা একেবারে স্পষ্ট ছিল। তবে মনে করা হয়েছিল সম্ভবত জঈশ-ই-মহম্মদ জঙ্গিরা এই হামলার পিছনে দায়ী। [জম্মুকে টার্গেট করছে লস্কর, পাক সীমান্তে নতুন জঙ্গি লঞ্চ প্যাড তৈরি হচ্ছে!]

তবে এবার সেই রহস্যের উপর থেকে পর্দা সরেছে। জানা গিয়েছে, জঈশ নয়, লস্কর-ই-তৈবা জঙ্গিরাই এই হামলার নেপথ্যে রয়েছে। প্রথমে সেনাবাহিনীর তরফে এই হামলার জন্য জঈশকে দায়ী করা হয়েছিল। তবে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র তদন্ত বলছে, জঈশ নয়, হামলার পিছনে রয়েছে লস্কর জঙ্গিরাই। [উরি হামলার দায় স্বীকার করে পাকিস্তানে 'খুল্লামখুল্লা' প্রচার লস্কর-ই-তৈবার!]

জঈশ-ই-মহম্মদ নয় উরি হামলার পিছনে রয়েছে লস্কর-ই-তৈবা জঙ্গিরা!

এই বিষয়ে তদন্ত করতে গিয়ে প্রথম সূত্র গোয়েন্দারা পান ফৈদুল্লাহ নামে এক জঙ্গির কাছ থেকে। সে এই উরি হামলায় অংশ নিয়েছিল। তার কাছ থেকে পাওয়া নোটে উল্লেখ ছিল যে সে লস্করের মূল প্রশিক্ষণ কেন্দর মুরদিকে-তে গিয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে। এই মুরদিকে-তেই যে লস্করের প্রধান প্রশিক্ষণ শিবির রয়েছে তা জানতেন এনআইএ গোয়েন্দারা। [হাফিজ খালিদ ওয়ালিদ, ভারতের মাথাব্যথার নয়া কারণ এই জঙ্গি! কি এর পরিচয়?]

আর এই সূত্র ধরে এগোতে গিয়েই ধীরে ধীরে গোয়েন্দাদের কাছে পরিষ্কার হয় যে লস্কর-ই-তৈবাই উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনা ঘটিয়েছে। যে সমস্ত জঙ্গিরা উরি হামলার নেপথ্যে ছিল তারা লস্করের বিশেষ প্রশিক্ষণ নিয়েই হামলা চালিয়েছিল বলেও গোয়েন্দারা জেনেছেন। এবং সেই সূত্র ধরেই আরও তথ্যপ্রমাণ যোগাড়ে এখন ব্যস্ত এনআইএ। [ভারতের হামলায় মনোবল তলানিতে পাকিস্তানের, করাচিতে বসে স্বীকার জঙ্গি হাফিজ সঈদের]

English summary
Lashkar e Tayiba not Jaish carried out Uri attack in Jammu and Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X