For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর চালে কুলভূষণ ইস্যুতে ফের ধাক্কা খেল পাকিস্তান, কী বলল আন্তর্জাতিক আদালত?

কুলভূষণ যাদব ইস্যুতে হেগ-এর আন্তর্জাতিক আদালতে জোর ধাক্কা খেল পাকিস্তান। পাকিস্তানের মৃত্যুদণ্ডের সাজা স্থগিত করে ভারতের পক্ষে রায় শোনালেন আন্তর্জাতিক আদালতের বিচারপতি।

  • |
Google Oneindia Bengali News

কুলভূষণ যাদব ইস্যুতে হেগ-এর আন্তর্জাতিক আদালতে জোর ধাক্কা খেল পাকিস্তান। পাকিস্তানের মৃত্যুদণ্ডের সাজা স্থগিত করে ভারতের পক্ষে রায় শোনালেন আন্তর্জাতিক আদালতের বিচারপতি।

জানানো হয়েছে, কুলভূষণ যাদব চরবৃত্তি করেছেন কিনা তা এখনও প্রমাণিত নয়। ফলে চূড়ান্ত রায় বেরনো না পর্যন্ত পাকিস্তান কুলভূষণের মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে না। এবং একইসঙ্গে কুলভূষণের সঙ্গে দেখা করতে কনস্যুলার অ্যাকসেস দেওয়ার নির্দেশও দিয়েছে আন্তর্জাতিক আদালত।

কুলভূষণ যাদব ইস্যুতে আন্তর্জাতিক আদালতে ধাক্কা খেল পাকিস্তান

এদিন আদালত রায়দানের সময় জানিয়েছে, ১৯৭৭ সালের ভিয়েনা চুক্তি মেনে চলেছে ভারত ও পাকিস্তান দুটি দেশই। ফলে সেই চুক্তিকে পাকিস্তানের সম্মান জানানো উচিত।

ভারত কুলভূষণ ইস্যুতে যা করেছে তা ভিয়েনা চুক্তির ৩৬ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত রয়েছে। ফলে পাকিস্তানকে কুলভূষণের কনস্যুলার অ্যাকসেস অবশ্যই ভারতকে দিতে হবে।

প্রসঙ্গত, কুলভূষণ যাদব একজন প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসার। তাঁকে ২০১৬ সালের মার্চ মাসে গ্রেফতার করে পাকিস্তান। চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়। তবে ভারতের দাবি ছিল কুলভূষণকে ইরান থেকে অপহরণ করেছে পাকিস্তান। এরপর একবছর পরে কুলভূষণকে পাকিস্তানের সেনা আদালত চরবৃত্তির অভিযোগে ফাঁসির সাজা দেয়। সেই সাজা আপাতত রদ করে দিল আন্তর্জাতিক আদালত।

English summary
Kulbhushan Jadhav case : India should have been given consular access as per Vienna convention: ICJ
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X