For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিকে নয়া উচ্চতায় নিয়ে যাবেন কিরণ বেদী, জনসভায় বললেন মোদী

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : সামনের সপ্তাহেই দিল্লির বিধানসভা নির্বাচন। আর দিল্লি দখলের লড়াইয়ে মাঠে উঠেপড়ে লেগেছে বিজেপি। একের পর এক জনসভা শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদী। শনিবার পূর্ব দিল্লিতে জনসভা করেন মোদী। সেই জনসভায় দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদীর প্রশংসায় পঞ্চমুখ হন তিনি।

এদিন নরেন্দ্র মোদী বলেন, "কিরণ বেদী দিল্লির ইতিহাসের অংশ। তিনি দিল্লির সমস্ত গলিগালার নামও জানেন।" একইসঙ্গে মোদী বলেন, তাঁর বিশ্বাস প্রাক্তন এই আইপিএস অফিসার দিল্লিকে এক নয়া উচ্চতায় নিয়ে যাবে।

দিল্লিকে নয়া উচ্চতায় নিয়ে যাবেন কিরণ বেদী, জনসভায় বললেন মোদী

কিরণ বেদীর প্রশংসার পাশাপাশি আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করতেও ছাড়েননি নরেন্দ্র মোদী। মোদী বলেন, "গতবছর যাদের ভোট দিয়ে আপনারা জিতিয়েছিলেন, তারাই আপনার পিছনে ছুঁড়ি মেরেছে। তারা আপনাদের স্বপ্ন ভেঙেছে, দিল্লিকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। লোকসভা ভোটে আপনারা তাদের শাস্তি দিয়েছেন। মানুষ একই ভুল বার বার করে না।"

বিজেপির জন্য শুধু জয় চান না নরেন্দ্র মোদী। দিল্লি নির্বাচনে দলের সংখ্যাগরিষ্ঠতা চান তিনি। একই দল কেন্দ্রে ও রাজ্যে ক্ষমতায় থাকলে সাধারণ মানুষ বেশী উপকৃত হবেন বলেও এদিন সভায় বার্তা দেন তিনি।

English summary
Kiran Bedi Will Take Delhi to New Heights, Says PM Modi at Poll Rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X