For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিখোঁজ বায়ুসেনা বিমান AN 32 ঘিরে চাঞ্চল্য : এয়ারম্যানের মোবাইলে রিং হচ্ছে, তবে ধরছেন না কেউ!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

চেন্নাই, ৩০ জুলাই : গত শুক্রবার চেন্নাই থেকে আন্দামানের দিকে উড়ান দিয়ে নিখোঁজ বায়ুসেনা বিমান AN 32 বিমানের এখনও কোনও খোঁজ মেলেনি। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকা তন্ন তন্ন করে চষে ফেলা হয়েছে জল ও আকাশপথে। [২৯ যাত্রী নিয়ে নিখোঁজ ভারতীয় বায়ুসেনার বিমান AN 32]

এত কম সময়ের যাত্রাপথের উড়ানে কীভাবে নিখোঁজ হওয়ার পর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না, তা নিয়ে প্রথম থেকেই সন্দিহানে কেন্দ্রীয় প্রতিরক্ষা দফতর। তবে এর মাঝেই নতুন করে আর একটি রহস্য সামনে চলে এসেছে। [মাঝ আকাশে চালক মৃত, বিমান মাটিতে নামালেন এক মহিলা যাত্রী]

নিখোঁজ বায়ুসেনা বিমান AN 32-র এয়ারম্যানের মোবাইল অ্যাক্টিভ!

ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, ২২ জুলাই বায়ুসেনার বিমানে সওয়ার হওয়া এয়ারম্যান রঘুবীর বর্মার পরিবারের লোকজন দাবি করেছেন যে তাঁর মোবাইলে ফোন করলে রিং হচ্ছে, তবে কেউ ফোন ধরছে না। এটা জানার পরই নতুন করে চাঞ্চল্য শুরু হয়েছে। [খোঁজ মিলল মালয়েশীয় বিমান এমএইচ৩৭০-এর ধ্বংসাবশেষের!]

বিমানটির খোঁজ না পাওয়া গেলেও ধরে নেওয়া হয়েছে, বিমানে থাকা ২৯ জন যাত্রীর কেউই বেঁচে নেই। তার মাঝে এয়ারম্যানের মোবাইলে কীভাবে রিং হতে পারে তা আশ্চর্যের। পরিবারের তরফে দাবি করা হচ্ছে, রঘুবীরের মোবাইলে গত ২ দিন ধরে ফোন করা হয়েছে বেশ কয়েকবার। রিং হয়ে গেলেও কেউ ফোন ধরেনি। [শব্দের চেয়ে দ্রুতগামী জেট প্লেন]

এমনকী রঘুবীরের মোবাইলে পাঠানো মেসেজও পড়া হয়েছে গত ২৬ জুলাই, মঙ্গলবার। অর্থাৎ বিমান নিখোঁজের চারদিন পরে। আর এই ধরনের অদ্ভুত ঘটনাই নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে উদ্ধারকারীদের মনে। গোটা বিষয়টি ভারতীয় বায়ুসেনাকে জানিয়েছেন রঘুবীরের পরিবার।

বায়ুসেনা আধিকারিকেরা এখন রঘুবীরের মোবাইলের কল লিস্ট পরীক্ষা করে দেখছে। রঘুবীরের মোবাইলের সিম কার্ডটি রাজস্থানের। সেখানে পোস্টিং থাকার সময় এটি নিয়েছিলেন তিনি। এখন দেখার মোবাইল থেকে নিখোঁজ বিমানের কোনও সূত্র পাওয়া যায় কিনা!

English summary
Family of airman of on board missing AN-32 claims his mobile phone is active
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X