For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ব্লু হোয়েল'-র নীল গ্রাস, আরও এক কিশোরের আত্মহত্যা নিয়ে সংশয়

মুম্বই, ইন্দোর, পশ্চিম মেদিনীপুরের পর এবার কেরলের এক কিশোরের আচমকা আত্মহত্যার ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।

  • |
Google Oneindia Bengali News

ফের এক কিশোরের আত্মহত্যার ঘটনায় সন্দেহের তিন মারক 'ব্লু হোয়েল' গেমের দিকে। মুম্বই , ইন্দোর, পশ্চিম মেদিনীপুরের পর এবার কেরলের এক কিশোরের আচমকা আত্মহত্যার ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। তিরুবন্তপুরমের এক ১৬ বছর বয়সী কিশোরের আত্মঘাতী হওয়ার নেপথ্যে ব্লু হোয়েল গেম-র মারক ইন্ধন রয়েছে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন:'নীল তিমি'র ওপর লাগাম , অবিলম্বে সরাতে হবে লিঙ্ক, নির্দেশ দিল কেন্দ্র][আরও পড়ুন:'নীল তিমি'র ওপর লাগাম , অবিলম্বে সরাতে হবে লিঙ্ক, নির্দেশ দিল কেন্দ্র]

তিরবন্তপুরমের বিলপীলাসালা এলাকার এই কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বাড়িতেই। কিশোরের মায়ের দাবি, গত নভেম্বর মাসে ওই কিশোর ব্লুহোয়েল গেমটি ডাউনলোড করে। তারপর থেকেই তার হাবভাব স্বভাব অন্যরকমের হয়ে যা বলে ঘনিষ্ঠদের দাবি।

'ব্লু হোয়েল'-র নীল গ্রাস, আরও এক কিশোরের আত্মহত্যা নিয়ে সংশয়

তার মায়ের বক্তব্য় , ছেলে নাকি জানিয়েছিল এই গেমের শেষ পর্যায় হল মৃত্যু। এটা শোনার পর থেকেই , কিশোরের মা তাকে এই গেম খেলতে বারণ করেন। তার পর গত ২৬ জুলাই , ওই কিশোর আত্মঘাতী হয়। তবে মৃত্যুর আগে , মোবাইল থেকে ওই গেমের অ্যাপটি মুছে দেয় বলে জানিয়েছেন তার মা।

উল্লেখ্য, ব্লু হোয়েল গেম সংক্রান্ত একটি বিশেষ নির্দেশিকা কেন্দ্রের তরফে ফেসবুক ও হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। দেশের সব অনলাইন মিডিয়া ও ইন্টারনেট মাধ্যম যেমন গুগল, ইয়াহু, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামকে অবিলম্বে ব্লু হোয়েল চ্যালেঞ্জের - এর মতো বিপজ্জনক 'অনলাইন গেম'-এর লিঙ্ক সরানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আই টি মন্ত্রক। এই মারণ গেমকে বন্ধ করার আর্জি জানিয়ে আগেই সরব হয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধী।

English summary
The Kerala Police have begun investigations into the death of a 16-year-old boy in Thiruvananthapuram after his family raised doubts that it was due to the Blue Whale Challenge game.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X