For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবরাত্রিতে ৩ কোটি ৭০ লক্ষ টাকার সোনার মুকুট দান করবেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

হায়দ্রাবাদ, ৮ অক্টোবর : তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ধর্মে বিশ্বাস রয়েছে তা মোটামুটি সকলেরই জানা রয়েছে। বারবার সেই প্রমাণ দিয়েছেন তিনি। রাও নিজের রাজ্যে বেশি পরিচিত কেসিআর হিসাবে। এই তিনিই নবরাত্রি উপলক্ষ্যে অনন্য কাণ্ড করতে চলেছেন। [গরুর মূত্রে বিশুদ্ধ সোনা পেলেন বিজ্ঞানীরা]

কেসিআর সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রসিদ্ধ ওয়ারাঙ্গল মন্দিরের ভদ্রকালী দেবীর সমীপে সোনার মুকুট দান করবেন। আর সেই অনুযায়ী তৈরি হয়েছে সোনার মুকুট যার ওজন ১১ কেজি এবং আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৭০ লক্ষ টাকা। [থালা নেই, রোগীকে মাটিতে খাবার বেড়ে দিল রাঁচির হাসপাতাল]

নবরাত্রিতে ৩ কোটি ৭০ লক্ষ টাকার সোনার মুকুট দান করবেন কেসিআর

৯ অক্টোবর রবিবার তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর ওয়ারাঙ্গল মন্দিরে সোনার মুকুট দানের মধ্য দিয়ে নবরাত্রি উৎসব উদযাপন করবেন। [নিজের পুত্রসন্তান বিক্রি করে ছাগল কিনলেন মা!]

তেলঙ্গানাকে নতুন রাজ্য করা নিয়ে যখন আন্দোলন করছিলেন কেসিআর তখনই তিনি ঘোষণা করেন, তেলঙ্গানা নতুন রাজ্য হলে বিভিন্ন মন্দিরে তিনি সোনা দান করবেন। এরপরে তেলঙ্গানা নতুন রাজ্য হিসাবে ঘোষিত হয়, মুখ্যমন্ত্রী হন কেসিআর। [সাদা খাতা জমা দিয়েও পরীক্ষায় পাশ!]

তারপরই তিনি মন্ত্রিসভাকে নির্দেশ দেন তাঁর কথা রেখে বিভিন্ন মন্দিরে সোনা দানের জন্য। এবার রাও তিরুমালায় শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে সোনার নেকলেস, বিজয়ওয়াড়ায় শ্রী কনকদুর্গায় সোনার নাকচাবি, কুরুভি বীরভদ্র স্বামী মন্দিরে সোনার গোঁফ ও ওয়ারাঙ্গল মন্দিরে সোনার মুকুট দানের মধ্য দিয়ে নিজের কথা রাখবেন।

English summary
KCR to gift Rs 3.5 cr crown to Bhadrakali Temple, Telangana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X