For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে চালু হওয়ার আগেই এই রাজ্যের স্নাতক পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হল জিএসটি

শনিবার সকাল থেকে জিএসটি মেনে সারা দেশে বিভিন্ন পণ্যে কর কাটা হবে। তবে তার অনেক আগেই কর্ণাটকের রানি চিনাম্মা বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাসে জায়গা করে নিয়েছে জিএসটি।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার মধ্যরাতে সারা দেশে জিএসটি বলবৎ করা হচ্ছে। শনিবার সকাল থেকে জিএসটি মেনে সারা দেশে বিভিন্ন পণ্যে কর কাটা হবে। তবে তার অনেক আগেই কর্ণাটকের রানি চিনাম্মা বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাসে জায়গা করে নিয়েছে জিএসটি। নতুন কর ব্যবস্থা কেমন হতে চলেছে তা নিয়ে রীতিমতো পড়াশোনা করছেন এই বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা।

কর্ণাটকের বেলগাভী জেলার এই বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর নিয়ে পড়ানো হতো। সেখানেই এবার জিএসটি নিয়েও পড়ানো হচ্ছে। এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক।

দেশে চালু হওয়ার আগেই এই রাজ্যের স্নাতক পাঠ্যক্রমে জিএসটি

এই নতুন শিক্ষাবর্ষ থেকেই ছাত্রছাত্রীদের জিএসটি নিয়ে পড়ানো হবে। বি এম পড়ুয়াদের জন্য জিএসটি-১ ও জিএসটি-২ আবশ্যক বিষয় করে দেওয়া হয়েছে। বি কম তৃতীয় বর্ষের (পঞ্চম ও ষষ্ঠ সেমেস্টার) পড়ুয়াদের এই বিষয়ে পড়তেই হবে।

শুধু পড়ুয়াদেরই নয়, শিক্ষক ও অধ্যাপকদেরও জিএসটি নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রানি চিনাম্মা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩০০টি কলেজ রয়েছে। সবমিলিয়ে মোট ১৫ হাজার বাণিজ্য শাখার পড়ুয়ার সিলেবাসে জিএসটি অন্তর্ভুক্ত হতে চলেছে।

English summary
Karnataka: University introduces GST as a part of B.Com Syllabus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X