For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিনব : টসের মাধ্যমে নির্বাচনের জয়ী প্রার্থী ঠিক হল কর্ণাটকে

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ৫ জুন : টস শুধুমাত্র খেলার মাঠেই কার্যকর হয় এমন নয়। এর আরও উপযোগিতা রয়েছে। টসের মাধ্যমে নির্বাচনের পর প্রার্থীর ভাগ্যও নির্ধারণ করা যায়।

ভাবছেন, এ আবার কেমন কথা। হ্যাঁ, ঠিক এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে কর্ণাটকের একটি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে।

টসের মাধ্যমে নির্বাচনের জয়ী প্রার্থী ঠিক হল কর্ণাটকে


শুক্রবার ছিল কোপ্পাল তালুকের মদনুর গ্রাম পঞ্চায়েতের ভোটের ফলপ্রকাশ দিন। শচীন ও সোমাপ্পা এই দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে লড়ছিলেন।

ভোটের ফল বেরনোর পর দেখা গেল দুজনেই সমান ভোট পেয়েছেন। দুজনেই পেয়েছেন ১৩০ টি কর ভোট। এবার কী করা যায়! ভোট আধিকারিকই তখন অভিনব পন্থা বাতলান। তিনি দুই প্রার্থীকেই টসে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন। এরপর দুই প্রার্থীই অনুরোধ মেনে রাজি হলে টস হয়। সেখানে শচীন জিতে যান।

গত কয়েকদিন আগেই কর্ণাটকে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হয়। সবমিলিয়ে প্রায় ৫৪০০-র বেশি পঞ্চায়েতের ৯৪ হাজারেরও বেশি আসনে ভোটপ্রক্রিয়া চলেছে। তারমধ্যে এই একটি আসনেই এমন অভিনব প্রক্রিয়া চলেছে।

English summary
Karnataka rural poll: Toss decides winner after 2 candidates get same number of votes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X