For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার নিজেদের পৃথক পতাকা তৈরি করতে চলেছে দেশের এই রাজ্য, গঠিত হল প্যানেল

দেশের জাতীয় পতাকা থাকা সত্ত্বেও,রাজ্যের জন্য পৃথক পতাকার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করল কর্ণাটক সরকার।

  • |
Google Oneindia Bengali News

দেশের জাতীয় পতাকা থাকা সত্ত্বেও ,রাজ্যের জন্য পৃথক পতাকার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করল কর্ণাটক সরকার। শুধুমাত্র কর্ণাটক রাজ্যের জন্যই একটি পতাকা তৈরি হবে, এই উদ্দেশ্য নিয়ে ৯ সদস্যের একটি কমিটিও গড়ে ফেলে কর্ণাটক প্রশাসন। উল্লেখ্য, বহুদিন ধরেই কর্ণাটকের একটি আলাদা পতাকা তৈরির জন্য দাবি জানান সেরাজ্যের রাজনৈতিক নেতারা । এছাড়াও এই একই দাবিতে সরব হয় কর্ণাটকের বহু সমাজসেবী সংগঠনও।[আরও পড়ুন:রাজ্যে বিজেপি হোক বা কংগ্রেস সরকার, দুর্নীতি ইস্যুতে গর্জে ওঠা মহিলা পুলিশ আধিকারিকদের হাল একই]

রাজ্যের পতাকা সম্পর্কীয় ৯ সদস্যের কমিটির প্রধান হতে চলেছেন সেরাজ্যের সংস্কৃতি মন্ত্রকের সচিব। কর্ণাটকের সাংবাদিক তথা লেখক পাটিল পুট্টাপ্পা ও সমাজসেবী ভিমাপ্পা গুন্ডাপ্পা গডাডা চাইছেন যে এই পতাকার একটি বৈধতা থাকুক। ২০১৪ সালে কর্ণাটকের জন্য পৃথক পতাকার বিষয়ে একটি পিটিশনও দাখিল করা হয়।[আরও পড়ুন:স্বামী-স্ত্রীকে তাড়িয়ে দিল বেঙ্গালুরুর হোটেল, কারণ জানলে অবাক হবেন]

এবার নিজেদের পৃথক পতাকা তৈরি করতে চলেছে দেশের এই রাজ্য, গঠিত হল প্যানেল

তবে বিশেষজ্ঞদের মত অনুযায়ী, ভারতে জাতীয় পতাকা থাকা সত্ত্বেও কোনও রাজ্য তার নিজের পতাকা তৈরি করতেই পারে। তবে সেই পতাকার দ্বারা যেন দেশের জাতীয় পতাকার অসম্মান না হয়। রাজ্যের জন্য তৈরি হওয়া পৃথক পতাকা সর্বদা ভারতের জাতীয় পতাকার নিচে থাকা উচিত বলেও দাবি করেছেন অনেকে। এদিকে , কর্ণাটকে হিন্দি ভাষা নিয়ে ক্রমাগত বেড়ে চলা বিরোধের আঁচ ছড়িয়ে পড়ছে। সেরাজ্যের মেট্রো স্টেশন সহ বিভিন্ন জায়গায় হিন্দি ভাষায় লেখা স্টেশনের নাম মুছে ফেলছেন একদল মানুষ। এরকম এক প্রেক্ষাপটে কর্ণাটক নতুন করে নিজেদের আলাদা পতাকা তৈরির বিষয়ে যেভাবে সচেষ্ট হচ্ছে, তা কি কোনও নয়া ইঙ্গিত দিচ্ছে? এ প্রশ্ন তুলছেন অনেকেই।

English summary
Karnataka government wants separate flag for the state.Government sets up a panel to look for possibility of having own flag.According to rules, states are not barred from having own flag.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X