For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কার্গিল বিজয় দিবস : নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী মোদী সহ সকলের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৬ জুলাই : কার্গিল বিজয় দিবসের ১৭-তম বার্ষিকীতে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে তিনি বলেন, "ভারতের এই বীর সৈনিকদের কীর্তি দেশ কখনও ভুলবে না। যেভাবে শত্রুদের অনুপ্রবেশ রুখে দিতে বুক চিতিয়ে সেনারা লড়াই করেছে তা সবসময় সকলের স্মরণে থাকবে। [স্মরণে ১৯৯৯ কার্গিল যুদ্ধ : জেনে নিন পাক সেনাদের কীভাবে পরাস্ত করেছিল ভারত]

এদিন কার্গিল দিবস উপলক্ষে দেশের হয়ে লড়াই করা প্রতিটি সেনা-জওয়ানকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তাদের আত্মত্যাগ সকলকে উদ্বুদ্ধ করে চলেছে বলে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। একইসঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর-ও ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদী। [এলওসি ছবিতে সুনীল শেঠি আমার চরিত্রেই অভিনয় করেছিলেন, কার্গিলে স্মৃতিমেদুর জওয়ান]

১৯৯৯ সালে যেভাবে এনডিএ নেতৃত্বাধীন কেন্দ্র সরকার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিল এবং যুদ্ধে জয়লাভ করেছিল তা প্রশংসার দাবি রাখে বলে এদিন জানিয়েছেন নরেন্দ্র মোদী। এদিন জম্মু ও কাশ্মীরের দ্রাস সেক্টরে কার্গিল যুদ্ধের শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করেন নিহত জওয়ানদের পরিবারের সদস্যরা ও সেনা আধিকারিকেরা। [কার্গিল যুদ্ধের স্মৃতি ধরে রেখেছে ফৌজি মিউজিয়াম]

প্রসঙ্গত, ১৯৯৯ সালের গ্রীষ্মে হঠাৎ করেই খবর পাওয়া গেল, কাশ্মীরের কার্গিল সেক্টরের দখল নিয়েছে পাকিস্তানি সেনা ও কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীরা। এরপরই শুরু হয় কার্গিল বিজয়ের পালা। বায়ুসেনা ও ভারতীয় স্থলসেনার যৌথ প্রচেষ্টায় ভারতেরই এলাকা কার্গিলকে ফের পুনর্দখল করে ভারত। একঝলকে দেখে নিন বিজয় দিবসের অনুষ্ঠানে কাশ্মীরের কার্গিলে ঠিক কি হচ্ছে এদিন। [কার্গিল স্পেশাল: 'ভয়ে দৌড়চ্ছিলাম, পাকিস্তানের গোলা এসে পড়ছিল']

শহিদ বেদী

শহিদ বেদী

কাশ্মীরের দ্রাস সেক্টরে কার্গিল যুদ্ধের পর শহিদদের স্মৃতিতে এই বেদী বা সৌধ তৈরি করা হয়েছে। প্রতিবছর এখানেই কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়।

শহিদ বেদী

শহিদ বেদী

এদিন বিজয় দিবস উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছে শহিদ বেদী।

আলোকসজ্জা

আলোকসজ্জা

শহিদ বেদীকে আলো দিয়ে ভরিয়ে তুলেছেন জওয়ানেরা। মৃত জওয়ানদের প্রতি এভাবেই ফি বছর শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠান মঞ্চ

অনুষ্ঠান মঞ্চ

কার্গিল দিবসে দ্রাস সেক্টরের এই অংশে প্রতিবছর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছরও অনুষ্ঠান হবে।

শ্রদ্ধাজ্ঞাপন

শ্রদ্ধাজ্ঞাপন

নিহত জওয়ানদের পরিবারের তরফে কার্গিল দিবসের অনুষ্ঠানে চলছে শ্রদ্ধাজ্ঞাপনের পালা।

প্রতিরক্ষামন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

প্রতিরক্ষামন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর কার্গিল যুদ্ধে নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন করছেন।

সেনা প্রধানের শ্রদ্ধাজ্ঞাপন

সেনা প্রধানের শ্রদ্ধাজ্ঞাপন

সেনাপ্রধান দলবীর সিং সুহাগ কার্গিল দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করছেন।

নৌসেনা প্রধানের শ্রদ্ধা

নৌসেনা প্রধানের শ্রদ্ধা

নৌসেনা প্রধানে সুনীল লানবা শ্রদ্ধা জানাচ্ছেন কার্গিলের অমর জওয়ানদের।

বায়ুসেনা প্রধানের শ্রদ্ধা

বায়ুসেনা প্রধানের শ্রদ্ধা

বায়ুসেনা প্রধান অরূপ রাহা শ্রদ্ধাজ্ঞাপন করছেন কার্গিল বিজয় দিবস উপলক্ষে।

English summary
Kargil Vijay Diwas: PM Modi hails sacrifices of Indian soldiers, Kins' paid homage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X