For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কানপুর রেল দুর্ঘটনার মূলচক্রী আইএসআই এজেন্ট শামসুল হুদা গ্রেফতার নেপাল থেকে!

কানপুর রেল দুর্ঘটনায় পাকিস্তানি এজেন্ট শামসুল হুদাকে নেপাল থেকে গ্রেফতার করল এনআইএ।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : কানপুর রেল দুর্ঘটনায় পাকিস্তানি এজেন্ট শামসুল হুদাকে নেপাল থেকে গ্রেফতার করল এনআইএ। তদন্তে পুলিশ জানতে পারে এই শামসুল হুদাই রেললাইনে বিস্ফোরক রাখে যার জেরে ট্রেনটি লাইনচ্যূত হয় এবং প্রায় দেশড়ো যাত্রীর মৃত্যু হয়। হুদা পাকিস্তানি আইএসআই এজেন্ট।[কানপুর রেলদুর্ঘটনা: 'আইএসআই' তত্ত্ব ওড়ালেন ডিজিপি]

গত কয়েক বছরে একের পর এক বড়সড় রেল দুর্ঘটনা হচ্ছে। এই রেল দুর্ঘটনাগুলির তদন্তে নেমে নাশকতার সম্ভবনা প্রবল হয় তদন্তকারীদের কাছে।[ভারতে রেলদুর্ঘটনার নেপথ্যে কে ? এনআইএ-এর ইঙ্গিত কোনদিকে ?]

কানপুর রেল দুর্ঘটনার মূলচক্রী আইএসআই এজেন্ট শামসুল হুদা গ্রেফতার নেপাল থেকে!

গত নভেম্বর মাসে কানপুরে ইন্দোর-পাটনা ট্রেনের ১৪টি কামরা লাইনচ্যূত হয়ে যায়। এবং এই দুর্ঘটনার জেরে দেড়শো জনের মৃত্যু হয়।[কানপুর রেল দুর্ঘটনার আসল কারণ সামনে এল]

তদন্তকারীদের কথায়, শামসুল হুদার নির্দেশে ইন্দোর পাটনা ট্রেনটি যাওয়ার রেলওয়ে ট্র্যাকে বোমা রাখা হয়েছিল। এবং গ্যাস কাটারের সাহায্যে রেললাইনের একটা অংশ কাটা হয়েছিল।[রেলের পর এবার পাতাল রুটে চলবে বাসও, সৌজন্যে ইসিএল]

মনে করা হয়েছে সাম্প্রতিক সমস্ত রেল দুর্ঘটনার পিছনেই আইএসআই রয়েছে। গত মাসেই মোতি পাসওয়ান, উমাশঙ্কর পটেল এবং মুকেশ যাদবকে গ্রেফতার করা হয়েছিল। এদেরকে জিজ্ঞাসাবাদ করেই আইএসআই তত্ত্ব ও হুদা সম্পর্কে জানতে পারে তদন্তকারীরা।

এই ঘটনায় আরও একজনের নাম উঠে এসেছে, তার নাম ব্রিজ কিশোর গিরি। নেপালেরই বাসিন্দা সে। হুদা বিহারের তিন ধৃত যুবকের সাহায্যে এই গিরিকেই রেললাইনে বোমা রাখতে নির্দেশ দিয়েছিল।

English summary
Kanpur Train Accident: Arrested ISI Agent, Shamsul Hoda, Issued Supari For Big Train Accident In India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X