For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শশীকলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন দক্ষিণী নায়ক কামাল হাসান

শশীকলার বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে দক্ষিণী সুপারস্টার কামাল হাসান বলেন, জয়ললিতার ঘনিষ্ঠ ছিলেন বলে এই নয় যে শশীকলা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে যোগ্য প্রার্থী।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর মসনদে কে বসবেন তা নিয়ে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, তখনই এবিষয়ে নিজের মত প্রকাশ করলেন দক্ষিণী অভিনেতা কামাল হাসান। বর্তমান মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলবমকে সমর্থন করে তিনি বলেন,পন্নিরসেলবমকেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে বহাল রাখা উচিত।[শশীকলাকে মুখ্যমন্ত্রী হতে না দেওয়ার ষড়যন্ত্রে শামিল তামিলনাড়ুর রাজ্যপালও!]

এআইএডিএমকের ভেতরে শশীকলা বনাম পন্নিরসেলবমের দ্বৈরথে , শশীকলার বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে দক্ষিণী সুপারস্টার কামাল হাসান বলেন , জয়ললিতার ঘনিষ্ঠ ছিলেন বলে এই নয় যে শশীকলা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে যোগ্য প্রার্থী।[পন্নিরসেলবম Vs শশীকলা : মধ্যরাতের নাটকের ১০ গুরুত্বপূর্ণ অগ্রগতি ]

শশীকলার বিরুদ্ধে কড়া মন্তব্য দক্ষিণী সুপারস্টার কামাল হাসানের

এছাড়াও একধাপ এগিয়ে কামাল বলেন, জয়ললিতার মৃত্যুর পর যা ঘটছে ,তা ঘটনাক্রমের দুঃখজনক পরিণাম। পাশপাশি তিনি বলেন, মানুষের যদি[নতুন কোনও রাজনৈতিক দল গড়ার ইচ্ছে নেই : ও পন্নিরসেলবম]

পন্নিরসেলবমকে পছন্দ না হয়, তাহলে গণতান্ত্রিক উপায়ে তাঁকে সরিয়ে দেবে মানুষই। তবে তার আগে পন্নিরসলবমকে কাজ করার সুযোগ দেওয়া উচিৎ বলে সোস্যাল মিডিয়ায় দাবি করেন কমাল হাসান।[জয়ললিতার লুক-আলাইক ভাইঝি দীপা এবার রাজনীতিতে, নিজেকে আম্মার উত্তরসূরী দাবি]

নিজের টুইটে শশীকলার বিরুদ্ধে মুখ খুলে এখানেই থেমে যাননি কামাল। তিনি বলেন , শশীকলার কাছে রাজনৈতিক প্রতিপত্তি কায়েমের জন্য সংখ্য়াগরিষ্ঠতা থাকতে পারে , কিন্তু দেশকে চালানোর দক্ষতা না থাকলে সে কাজ শশীকলা নটরাজমনের না করাই ভালো বলে দাবি করেন দক্ষিণী সুপারস্টার কামাল হাসান।

English summary
Actor Kamal Haasan today joined his voice to the thousands objecting to what they call the foisting of VK Sasikala on them as the Chief Minister of Tamil Nadu and said O Panneerselvam should be allowed to continue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X